Minakshi Mukherjee: “সরকারের কাছে কাজ চাইতে এসেছি, যুদ্ধ চলছে নাকি?”

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বামেদের ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি। শুক্রবার এখানে বেকার বিরোধী দিবসে DYFI -এর ডাকা উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), কলতান দাশগুপ্তের মত মুখেরা। কিন্তু তাঁদের এগোতে দেওয়া হয়নি। সকাল থেকেই ব্যারিকেড সাজিয়ে অপেক্ষায় ছিল পুলিশ। সঙ্গে ছিল জলকামানও। তিন বাতি মোড়ের কাছে বাধা দেওয়া হয় বাম কর্মীদের।

আরও পড়ুনঃ London: ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অক্সফোর্ডে ভাষণ নিয়ে সুকান্তর নিশানায় মমতা

বাধা পেয়ে ব্যারিকেডের সামনেই বসে পড়েন মীনাক্ষীরা। এরপর জলকামানও ছোঁড়া হয়। যে প্রসঙ্গে মীনাক্ষীর (Minakshi Mukherjee) বক্তব্য, “সরকারের কাছে কাজ চাইতে এসেছি। যুদ্ধ চলছে নাকি?” হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “কীসের জন্য জলকামান আনবে? অর্ডার কে দেয়? আমরা ১০ জন মিলে এক একজন পুলিশকে দেখে নিতে পারি। কিন্তু গণতন্ত্র রক্ষা করতে এসেছি আমরা। তাই যে পুলিশ ব্যারিকেড দিয়েছে ওটা তারাই সরিয়ে আমাদের এগিয়ে যেতে দেওয়ার ব্যবস্থা করবে।”

Minakshi Mukherjee

আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শনে মরিয়া বামেরা। এদিন বেকার বিরোধী দিবসে বাম যুব সংগঠন DYFI -এর তরফে তাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। পুলিশের দাবি, তাদের তরফে আগেই লিখিতভাবে জানানো হয়েছিল যে মিছিল করে উত্তরকন্যা যাওয়ার অনুমতি নেই। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) এবং অন্যান্য বাম নেতৃত্ব জানাচ্ছেন, কোনও লিখিত কাগজ তাঁদের দেওয়া হয়নি।

Minakshi Mukherjee

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পথে নামতে না নামতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্য বাম কর্মীরা। পুলিশের বাধায় শিলিগুড়ির তিন বাতি মোড়ে ব্যারিকেড থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বসে পড়েন তাঁরা। যদিও তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। পুলিশ লাগাতার মাইকে ঘোষণা করতে থাকে যাতে DYFI কর্মীরা তাঁদের এই অবস্থান বিক্ষোভ তুলে নেন। কিন্তু ডেপুটেশন জমা না দিয়ে বাড়ি ফিরতে রাজি ছিলেন না আন্দোলনকারীরা। সব মিলিয়ে উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে ওঠে গোটা চত্বর। শেষ পর্যন্ত জল কামান দিয়ে ছোঁড়া হয় জলও।