নিউজ পোল ব্যুরো: হাওড়ার বিস্তীর্ণ অংশে কয়েকদিন আগে ধসের (landslide) কারণে প্রধান পাইপলাইন (pipeline) ফেটে যাওয়ায় জল সরবরাহ (water supply) বন্ধ ছিল। সেই সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। এরইমধ্যে আবার নতুন সংকট দেখা দিয়েছে বেলগাছিয়া (Howrah Belgachia) এলাকায়। ভাগাড়ের (garbage dump) ধসের ফলে নিকাশি ব্যবস্থা (drainage system) সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে কলের জল (tap water) সরাসরি মিশে যাচ্ছে নর্দমায় (sewer), আর সেই জল উপচে দুর্গন্ধময় কালো জলে (contaminated water) ভরে যাচ্ছে রাস্তাঘাট (roads and streets)। এই ভয়াবহ পরিস্থিতির কারণে প্রশাসন (administration) দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর হাওড়ার বিধায়ক (MLA) গৌতম চৌধুরী জানিয়েছেন, নিকাশি ব্যবস্থার মেরামতির (repair work) জন্য সন্ধ্যাবেলায় জল সরবরাহ বন্ধ রাখা হবে বেলগাছিয়ায়। তার কথায়, “সকালে ও দুপুরে জল দেওয়া হলেও কয়েকদিন সন্ধ্যায় জল পাবেন না বাসিন্দারা (residents)। ভাগাড়ে ধসের কারণে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। রাস্তায় জমে থাকা জল নর্দমার সঙ্গে মিশে যাচ্ছে, যার ফলে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।”
আরও পড়ুন:- Balurghat Incident: চোলাই মদের ঠেক,প্রতিবাদে রাস্তায় মহিলারা
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ড্রেন নির্মাণের কাজ (drain construction) শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সন্ধ্যার জল সরবরাহ বন্ধ রাখার (Howrah Belgachia) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের (local residents) অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। জেলাশাসক (District Magistrate) পি দিপ্পপ্রিয়া জানিয়েছেন, এলাকার মাটি পরীক্ষা (soil testing) করা না হলে বোঝা যাবে না কতটা বিপজ্জনক (hazardous) ওই অঞ্চল। তবে অনেক বাসিন্দাই এলাকা ছাড়তে রাজি নন। তাদের আশঙ্কা, বাস্তুচ্যুত (displacement) হলে তারা আর ফিরে আসতে পারবেন না। জেলাশাসক জানিয়েছেন, “বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্টেনার (container housing) তৈরি করা হচ্ছে। পাশাপাশি, কিছু স্কুলবাড়িতেও (school buildings) থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে বাসিন্দারা রাজি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। আগামী শুক্রবার তাদের সঙ্গে ফের আলোচনা করা হবে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পুরসভার (Howrah Belgachia) প্রশাসকমণ্ডলীর সদস্য (municipal official) বাপি মান্না জানিয়েছেন, “বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের (rehabilitation) ব্যবস্থা করা হবে। তাদের নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে।” এই পরিস্থিতির ফলে হাওড়ার বেলগাছিয়া অঞ্চলের মানুষদের চরম ভোগান্তির (suffering) মধ্যে পড়তে হচ্ছে। জল দূষণের (water contamination) আশঙ্কা থাকায় পানীয় জল (drinking water) নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নর্দমার জল রাস্তায় উপচে পড়ায় নানা রোগের (waterborne diseases) প্রকোপও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT