Myanmar Earthquake: মায়ানমারে ভয়াবহে ভূমিকম্পে মৃত ২০, বন্ধ গণপরিবহন পরিষেবা

Uncategorized

নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকালে পর পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার (Myanmar Earthquake)। ৭.৭ মাত্রার ভূমিকম্পে মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়ার খবর মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জোড়া ভূমিকম্পে আশঙ্কা করা হচ্ছে বহু ক্ষয়ক্ষতির। এই ভূমিকম্পে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রতিবেশী থাইল্যান্ডেও জোরালো কম্পন অনুভূত হয়েছে।

মান্দালয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানিয়েছেন, “আমাদের হাসপাতালে পৌঁছানোর পর এখন পর্যন্ত প্রায় ২০ জন মারা গিয়েছেন। অনেক লোক আহত হয়েছেন।” থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী প্রসের্ট জান্তারারুয়াংটং বলেছেন, ভূমিকম্পের পর দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয় বাস ও বৈদ্যুতিক ট্রেন সহ গণপরিবহন পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। তিনি জানিয়েছেন দুর্ঘটনায় ৮১ জন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের কারণে ব্যাংককে জরুরি বৈঠকে বসেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকমভাবে মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই কম্পন অনুভূত হয়েছে ভিয়েতনাম, চিন থেকে শুরু করে ভারত, বাংলাদেশও। মেট্রো ও রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Jadavpur University: উপাচার্যহীন যাদবপুর, ভাস্কর গুপ্তকে অপসারণ রাজ্যপালের

জানা গিয়েছে, ব্যাংককে যে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে তার নীচে চাপা পড়ে কমপক্ষে ৪৩ জন আটকে রয়েছেন বলেই সূত্রের খবর। মায়ানমারের (Myanmar Earthquake) মান্দালয় একটি উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । উদ্ধারকারী ব্যক্তি বলেন, “মৃত্যুর সংখ্যাও বেশ বেশি উদ্ধার প্রচেষ্টা চলমান থাকায় আমরা এখনই এটুকুই বলতে পারি। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে কমপক্ষে কয়েকশোর বেশি।” ভূমিকম্পের কারণে মায়ানমারে ভবন এবং জনসাধারণের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে। মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্ককের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/