নিউজ পোল ব্যুরো: ২০২৪-২৫ অর্থনৈতিক বর্ষের (2024-25 Financial Year) শেষ ট্রেডিং সেশনে (Trading Session) লাল রঙের সূচকে (Red Mark) বন্ধ হল বাজার। টানা কয়েকদিন উত্থানের পর বুধবার পতন দেখা গেলেও বৃহস্পতিবার ফের বৃদ্ধি দেখা গিয়েছিল বাজারে (Stock Market News)। কিন্তু শুক্রবার চলতি অর্থনৈতিক বর্ষের শেষদিনে আবারও পতনের মুখে পড়ল সেনসেক্স (Sensex) ও নিফটি-৫০ (Nifty-50)। মার্চ শেষ হতে বাকি এখনও তিনদিন। কিন্তু শনি-রবি মার্কেট বন্ধ থাকে। আর ৩১ মার্চ, সোমবার ঈদের (Eid) কারণে বন্ধ থাকবে বাজার।
আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পে কাঁপল বাংলার একাধিক জেলা
এদিন (Stock Market News) দালাল স্ট্রিট খোলার সময় থেকেই নিম্নমুখী ছিল দুই সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) সূচক নিফটি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) সূচক সেনসেক্স উভয়ই পয়েন্ট হারিয়েছে। সেনসেক্স (BSE) ০.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৭,৪১৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি প্রায় ০.৪১ শতাংশ নেমে রয়েছে ২৩,৪৯৪ পয়েন্টে। এই দুই প্রধান সূচকই যথাক্রমে ১৯১.৫১ এবং ৭২.৬০ পয়েন্ট হারিয়েছে।
বাজারে আজ (Stock Market News) কিছু বড় কোম্পানির শেয়ার দাম কমেছে, যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস খাতে কিছু শেয়ার। তবে তথ্যপ্রযুক্তি এবং শক্তির শেয়ারের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং ইনফোসিসের শেয়ারের দাম কিছুটা বেড়েছে, যেটি বাজারের জন্য কিছুটা আশাবাদী বার্তা প্রদান করেছে।
এদিন মিড এবং স্মল-ক্যাপ সূচকগুলির পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিএসই মিডক্যাপ সূচক ০.৬৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ০.৩৫ শতাংশ পর্যন্ত পতনের মুখ দেখেছে। বিভিন্ন সেক্টরে পতনের কারণে বিনিয়োগকারীরা একদিনে প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের ৪১৫ লক্ষ কোটি থেকে ৪১৩ লক্ষ কোটিতে নেমে এসেছে।

বিগত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে অস্থিরতার কারণে ভারতীয় শেয়ার বাজারে মুনাফা বৃদ্ধির হার কমেছে। ট্রাম্পের আগ্রাসী শুল্ক আরোপের ফলে এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান সূচকগুলি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এদিন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনফোসিস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টিসিএস, এইচসিএল টেক এবং মারুতি সহ নিফটি আইটি এবং অটোমোবাইলগুলি।
নিফটি মিডিয়া (২.২৯ শতাংশ কমেছে), আইটি (১.৭৬ শতাংশ কমেছে), রিয়েলটি (১.৪২ শতাংশ কমেছে) এবং অটো (১.০৩ শতাংশ কমেছে) উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।নিফটি ব্যাংকের শেয়ারের দাম অপরিবর্তিত থাকলেও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ০.২৫ শতাংশ বেড়েছে।
বাজারের (Stock Market News) পর্যালোচকরা বলছেন, শেয়ার বাজারে আগামী সপ্তাহগুলোতে কিছুটা ওঠানামা হতে পারে। বিশেষত বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের নীতি সংক্রান্ত সিদ্ধান্তের উপর বাজারের স্থিতি নির্ভর করবে। তবে আগামীতে সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আজকের বাজারে বিনিয়োগকারীরা কিছুটা সাবধানী মনোভাব নিয়ে লেনদেন করেছেন। অনেকেই লাভ নেওয়ার জন্য শেয়ার বিক্রি করেছেন, যার ফলে বাজারে চাপ পড়ে। তবে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দিনের সেরা তিন লাভদায়ী সূচক (Stock Market News):
টাটা কনজিউমার (২.৯১ শতাংশ), কোটাক মাহিন্দ্রা ব্যাংক (২.১৩ শতাংশ) এবং অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ (১.৮৮ শতাংশ)।
দিনের সেরা তিন ক্ষতিগ্রস্ত সূচক (Stock Market News):
ইন্ডাসইন্ড ব্যাংক (৩.৬৪ শতাংশ কমেছে), উইপ্রো (৩.৫৬ শতাংশ কমেছে) এবং শ্রীরাম ফাইন্যান্স (৩.২৮ শতাংশ কমেছে)।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা হয়েছে। এগুলি নিউজ পোল বাংলার মতামতের প্রতিফলন নয়।)