প্রোমোটারের হাতে আক্রান্ত জমির মালিক, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন : নিউটাউনে প্রোমোটারের হাতে আক্রান্ত হল জমির মালিক। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।

বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের নিউটাউন হাতিয়ারা এলাকায় প্রোমোটারের লোকজনের হাতে আক্রান্ত জমির মালিক শামীম আখতার। বাড়ি তৈরির জন্য ৫ কাঠা জমি কিনেছিল প্রোমোটার। জমির মালিককে অগ্রিম ২৩ লক্ষ টাকাও দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু জমির রেজিস্ট্রি হওয়ার আগেই সেখানে কাজ শুরু করে প্রোমোটার। তা নিয়ে জমি মালিক আপত্তি জানায়। কাজে বাধা দিতে গেলে জমির মালিককে বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটারদের বিরুদ্ধে। মারধরের সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে। মারধরের ঘটনায় গুরুতর আহত হন জমি মালিক শামীম আখতার। পরবর্তীতে আহতকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়।

জমির মালিকের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা ঋজু করে। তারপরেও তাঁর বাড়িতে আবার চড়াও হয় ২৯ তারিখ রাতে। সেদিন রাতে সিসিটিভির ক্যামেরা ভেঙে ফেলা হয়। ইকোপার্ক থানায় আবারও অভিযোগ দায়ের করা হয় জমির মালিকের পক্ষ থেকে। এই ঘটনায় আতঙ্কিত আক্রান্ত পরিবার।