নিউজ পোল ব্যুরো: নর্দমায় মিলল সদ্যজাত কন্যা সন্তানের দেহ। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসে বাঁকুড়ার (Bankura Incident ) সতীঘাট (Sattighat) এলাকায়। দৃশ্যটি দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। নবজাতকের মৃত্যু কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই নির্মম ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এমন অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না। যারা এই কাজ করেছে, তাদের কঠোর শাস্তির দাবি উঠছে। এটি কোনও অবৈধ গর্ভপাত (illegal abortion racket) চক্রের কাজ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, সেটি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা চলছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনও ব্যক্তি বা চক্র এই নবজাতককে ফেলে দিয়ে থাকতে পারে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বেআইনি গর্ভপাতের (illegal abortion racket) ঘটনা প্রকাশ্যে এসেছে, তাই পুলিশের সন্দেহ সেই দিকেও রয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনও ব্যক্তি বা চক্র এই নবজাতককে ফেলে দিয়ে থাকতে পারে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বেআইনি গর্ভপাতের (illegal abortion racket) ঘটনা প্রকাশ্যে এসেছে, তাই পুলিশের সন্দেহ সেই দিকেও রয়েছে।
আরও পড়ুনঃMurshidabad: বাবার কোলে চেপে স্নাতকোত্তর পরীক্ষায় রবিউল
সূত্রের খবর, প্রয়োজনে সিসিটিভি (CCTV footage) ফুটেজও খতিয়ে দেখা হবে। বাঁকুড়া (Bankura Incident) শহরের অন্যতম জনবহুল এলাকা সতীঘাট (Sattighat)। এখানেই বাস স্টপেজ সংলগ্ন নর্দমায় নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি ভেসে এসেছে নাকি কেউ ফেলে গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্তের অগ্রগতি জানতে অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। চলছে তদন্ত।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1ETdojcQ2p/