JEE CBSE Exam: পরীক্ষার্থীদের জন্য সুখবর, সময়সূচি বদলালো NTA

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE Mains) -এর দ্বিতীয় পর্বের পরীক্ষার সময়সূচিতে এক পরিবর্তন এনেছে। প্রধানত, একই দিনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) -এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং JEE Mains-এর পরীক্ষা (JEE CBSE Exam) থাকার কারণে অনেক পরীক্ষার্থীর সমস্যা হতে পারত, তাই শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) এবং ব্যাচেলর অফ টেকনোলজি (BTech)-এর Paper 1 পরীক্ষা আগামী ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে যেসব পরীক্ষার্থীর একই দিনে CBSE Board Exam এবং JEE Mains 2024 পরীক্ষার তারিখ পড়েছে, তাদের জন্য আলাদা দিনে JEE পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও, পরীক্ষার্থীরা নিজেদের নির্দিষ্ট পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তথ্য জানতে NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ লগ ইন করে চেক করতে পারবেন। সেখানে এক্সামিনেশন সিটি ইন্টিমেশন স্লীপ এবং এডমিট কার্ড ডাউনলোড করার অপশন থাকবে।

আরও পড়ুনঃKolkata: ফের উদ্ধার বেআইনি অস্ত্র, এসটিএফের অভিযানে গ্রেফতার ২

নতুন সময়সূচি অনুযায়ী, ২, ৩, ৪ এবং ৭ এপ্রিল JEE Mains-এর Paper 1 পরীক্ষা দুটি শিফটে (Shift) অনুষ্ঠিত হবে

  • প্রথম শিফট: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফট: বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
    তবে, ৮ এপ্রিল শুধুমাত্র দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে, অর্থাৎ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে, ৯ এপ্রিল আর্কিটেকচার (Architecture) এবং প্ল্যানিং (Planning) বিষয়ের Paper 2A, Paper 2B এবং Paper 2A & 2B পরীক্ষাগুলো হবে **সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত। আবেদন করার নিয়ম
    যেসব পরীক্ষার্থীর একই দিনে সিবিএসই বোর্ড এক্সাম এবং জেইই মেইনস পড়েছে, তারা NTA-এর নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, পরীক্ষার্থীদের Admit Card পাওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন পাঠানোর শেষ সময়সীমা ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে।

এই নতুন সময়সূচি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার (JEE CBSE Exam ) সঙ্গে সংঘর্ষ এড়াবে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আরও সময় দেবে। পরীক্ষার্থীদের উচিত দ্রুত NTA-এর ওয়েবসাইট ভিজিট করে সব আপডেট জেনে নেওয়া এবং সময়মতো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1QpQXdT1he/