নিউজ পোল ব্যুরো: রাজারহাট জামালপাড়া এলাকার মন্ডলপাড়ায় একটি বাড়িতে চুরির (burglary) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Rajarhat theft)। বুধবার ওই পরিবারের সদস্যরা এক আত্মীয়ের বাড়িতে যান। শুক্রবার গভীর রাতে বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমারি, সুটকেসসহ সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ, চোরেরা ঘরের মূল্যবান সামগ্রী লুট (theft) করে নিয়ে গিয়েছে। তাদের দাবি, নগদ প্রায় ১ লক্ষ টাকা (cash) এবং সোনা ও রুপার গহনা (gold & silver jewelry), যার বাজার মূল্য ৩ লক্ষ টাকারও বেশি, চুরি হয়েছে। এ ছাড়া ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রও (documents) উধাও হয়ে গিয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন:- Kolkata: ফের উদ্ধার বেআইনি অস্ত্র, এসটিএফের অভিযানে গ্রেফতার ২

এরপর তড়িঘড়ি রাজারহাট থানায় (Rajarhat Police Station) খবর দেয় বাড়ির লোকজন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিবারের বয়ান নেয়। তবে পরিবারের অভিযোগ, পুলিশ তদন্ত শুরু করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার দরকার।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পুলিশ সূত্রে খবর, চুরির তদন্তে নেমেছে পুলিশ। শীঘ্রই চুরির ঘটনায় (Rajarhat theft) জড়িতদের চিহ্নিত করা করা হবে। এলাকার বাসিন্দাদের দাবী, শুধু তদন্তই নয়, এলাকায় রাতের দিকে টহল (patrolling) বাড়ানো হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT