Akhil Giri: ‘ভুয়ো’ ভোটার ধরতে গিয়ে আক্রান্ত অখিল গিরি!

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শনিবার ‘ভুয়ো’ ভোটার ধরতে গিয়ে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। রামনগরে ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে হাতে চোট পান তিনি । সমবায় ভোটকেন্দ্রে (Polling Booth) উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, পুলিশ তৃণমূল বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri) হেনস্তা করেছে এবং ধাক্কাধাক্কির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে বরফ (Ice Pack) দিয়ে শুশ্রূষা করা হয়। এই ঘটনার পর তার অনুগামীরা (Supporters) ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভোটাররা আধার কার্ড (Aadhaar Card) ও তার জেরক্স কপি (Xerox Copy) নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশ জানায়, জেরক্স কপি বৈধ নথি (Valid Document) হিসেবে গ্রহণযোগ্য নয়, সেই কারণেই অনেক ভোটার ভোট দিতে পারেননি। অখিল গিরি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, ব্যাংকের মাধ্যমে ভোটারদের পরিচয়পত্র (Voter ID Proof) প্রদান করা হয়েছিল এবং অতীতে জেরক্স কপি দেখিয়েই ভোট দেওয়া হয়েছে। হঠাৎ করে পুলিশের নতুন কড়াকড়ি ভোটারদের অসুবিধায় ফেলছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: Uttar Dinajpur Incident: নলি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

এই বিষয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কির (Verbal Spat) সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ধাক্কাধাক্কির ফলে অখিল গিরি আহত হন এবং অসুস্থ বোধ করেন। এরপর তার অনুগামীরা তীব্র প্রতিবাদ জানান। ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ (Protest) শুরু হলে বিশাল পুলিশ বাহিনী (Police Force) মোতায়েন করা হয়। অখিল গিরির অনুগামীরা অভিযোগ করেন, এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত। তারা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের (Bias) অভিযোগ তোলেন। অন্যদিকে, পুলিশ জানায়, তারা নির্বাচন সংক্রান্ত নিয়ম মেনেই কাজ করেছে এবং জেরক্স কপি বৈধ পরিচয়পত্র নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন (Administration) দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ভোটকেন্দ্রের নিরাপত্তা (Security) আরও জোরদার করা হয়েছে। ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এতদিন ধরে জেরক্স কপি ব্যবহার করা চলছিল, আর এখন কেন নিষিদ্ধ করা হলো? প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তদন্ত (Investigation) করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1ZQjDeNwXE/