Sikkim Snowfall: মার্চের শেষেও বরফে মোড়া সিকিম!

জেলা ভ্রমণ রাজ্য

নিউজ পোল ব্যুরো: সিকিমের অপার প্রাকৃতিক সৌন্দর্য্য বরাবরই ভ্রমণপিপাসুদের মন কেড়েছে। পাহাড়, উপত্যকা ও জলপ্রপাতের (Waterfall) সৌন্দর্যে মোড়া এই রাজ্য এবার এক বিরল ও অভূতপূর্ব প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছে। পূর্ব সিকিমের (East Sikkim) ছাঙ্গু লেক (Changu Lake) সংলগ্ন ১৭ মাইল (17 Mile) এলাকায় এমন এক দৃশ্যের দেখা মিলেছে যা আগে কখনো দেখা যায়নি (Sikkim Snowfall)। আজ শনিবার, এই অঞ্চল সাক্ষী থাকলো এক অভূতপূর্ব তুষারপাতের। সাধারণত, শীত শেষে সিকিমে পর্যটক তেমন বেশি লক্ষ্য করা যায় না। এক কথায় যাকে ‘অফ সিজন’ (Off Season) বলা হয়। তবে এবারের পরিস্থিতি একেবারেই ব্যতিক্রমী। গত বছরের নভেম্বর (November) থেকে উত্তর (North Sikkim) ও পূর্ব সিকিমের (East Sikkim) বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে নিয়মিত তুষারপাত হচ্ছে। এর ফলে প্রায় সারা বছরই পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন:- Snowfall: তুষারপাতে ঢাকা সিকিম, আনন্দিত পর্যটকরা

বিশেষ করে শীতকালে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও ডিসেম্বর (December) ও জানুয়ারি (January) মাসে তুষারপাতের কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন, তবে ভারতীয় সেনাবাহিনী (Border Army), সিকিম পুলিশ (Sikkim Police) ও স্থানীয় ড্রাইভার অ্যাসোসিয়েশনের (Driver Association) প্রচেষ্টায় তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল। সাধারণত মার্চ (March) মাসের শেষের দিকে সিকিমে তুষারপাত (Sikkim Snowfall) কমে যায় এবং পর্যটকরা পরিস্কার আকাশ ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে আসেন। কিন্তু এবছর কিছুটা ব্যতিক্রম হয়েছে বলা যেতে পারে। মার্চের শেষেও তুষারপাত অব্যাহত রয়েছে, যা এই অঞ্চলের আবহাওয়াকে আরও মনোরম করে তুলেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই বিরল তুষারপাত পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে। তারা এই মোহনীয় দৃশ্য ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সিকিমের এই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যা পর্যটনশিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে। সিকিমের অপার সৌন্দর্য্যের অন্যতম আকর্ষণ ছাঙ্গু লেক (Changu Lake), নাথুলা পাস (Nathula Pass), গুরুডংমার লেক (Gurudongmar Lake) এবং ইয়ামথাং উপত্যকা (Yumthang Valley)। বছরের যে কোনো সময়ে এই স্থানগুলো পর্যটকদের মন জয় করে। এবারের দীর্ঘ তুষারপাত এই স্থানগুলোর সৌন্দর্য্য আরও বাড়িয়ে তুলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT