Illigal Construction: সরকারি জমি দখল! অবৈধ নির্মাণ ঘিরে চাঞ্চল্য নিউটাউনে

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: একের পর এক অবৈধ নির্মাণের (Illigal Construction) অভিযোগ! ফের অবৈধভাবে সরকারি জমিতে বাড়ি নির্মাণের (Illigal Construction) অভিযোগ উঠল নিউটাউন (Newtown) যাত্রাগাছি দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে। শনিবার সকালে স্থানীয়দের নজরে আসে, কিছু মানুষ বাঁশ ও টিন দিয়ে একটি বাড়ি নির্মাণ করছে। খবরটি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে পৌঁছানোর পর, তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। নিউটাউন থানার (Newtown Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।

আরও পড়ুন: Akhil Giri: ‘ভুয়ো’ ভোটার ধরতে গিয়ে আক্রান্ত অখিল গিরি!

পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত তথ্য (Information) সংগ্রহ করা হচ্ছে। কার নির্দেশে সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ (Illigal Construction) করা হচ্ছিল তার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police) এবং তারা চেষ্টা করছে অপরাধীদের শনাক্ত করতে। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজটি একেবারে হঠাৎ শুরু হয়, যা আগে কেউ জানত না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এভাবে সরকারী জমি দখল করে অবৈধ বাড়ি তৈরী করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করছেন। পুলিশ এবিষয়ে আরও তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।
স্থানীয়দের দাবি, সরকারের ভূমি রক্ষার দিকে আরও মনোযোগী হওয়া দরকার। প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ধরনের অবৈধ নির্মাণ আটকানো যায়।

স্থানীয়দের মতে, হিডকোর অধীনে তারা ১৯৯৯ সাল থেকে বসবাস করছে। তখন মোট ১১টি পরিবার ছিল এই অঞ্চলে। হিডকোর সময় থেকেই তারা এখানে আছেন, তবে এখন কিছু অসাধু ব্যবসায়ী এই খালি জায়গাগুলোকে কাজে লাগিয়ে গরিব মানুষদের কাছ থেকে টাকা আদায় করছে। এ ব্যাপারে তারা কারো নাম জানেন না, তবে এটা একটি চরম উদ্বেগের বিষয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ গোলদার জানিয়েছেন, জমির মালিকানা সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণা নেই। তিনি বলছেন, হিডকো কর্তৃপক্ষের দ্বারা এখানে কী ধরনের অবকাঠামো গঠন করা হয়েছে বা কে বা কারা মালিক, তা তাদের জানার ক্ষমতা নেই। তবে, কিছুদিন আগে তিনি শুনেছেন যে, সেখানে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এই বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন, যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। তবে, জমির বর্তমান মালিকানা সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।