নিউজ পোল ব্যুরো: উত্তরপ্রদেশের মউ জেলার ঘৌসি এলাকার এক গৃহবধূ কৌশল্যা দেবী তিন বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরিবার ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়না। বাধ্য হয়ে তার পরিবার স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে। কিন্তু দীর্ঘ তিন বছর কেটে গেলেও কৌশল্যা দেবীর কোনো খোঁজ পাওয়া যায়না। স্বামী শান্তালাল রাম ও পরিবারের সদস্যরা একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলেন (Siliguri Reunion Incident)।
আরও পড়ুন:- Volleyball Championship: জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু,উন্মাদনা বালুরঘাটে
অবশেষে ২০২৫ সালের জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) কৌশল্যার খোঁজ পায়। সালুগাড়া বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন (mentally unstable woman) মহিলাকে পড়ে থাকতে দেখে সংস্থার সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের আশ্রমে নিয়ে আসে। প্রথমে তারা স্থানীয় ভক্তিনগর থানায় জিডি(General Diary) করে। তারপর আশ্রমের সেবাকর্মীরা তার চিকিৎসার ব্যবস্থা করে (Siliguri Reunion Incident)। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital)। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের (psychiatrists and medical professionals) তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হতে থাকে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পরিচয় জানার জন্য সংস্থার সদস্যরা নিয়মিত কৌশল্যার সঙ্গে কথা বলতে থাকেন। তার স্মৃতি ফিরে আসার পর তিনি জানান, তার নাম কৌশল্যা দেবী, বাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মউ (Mau) জেলায়। এই তথ্য জানার পর স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা (volunteers) মউ জেলার বিভিন্ন থানায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (social media campaign) খোঁজ চালাতে শুরু করেন। পাশাপাশি, উত্তরপ্রদেশের বিভিন্ন প্রশাসনিক সংস্থার (local administration) সঙ্গেও যোগাযোগ করা হয়। বহু প্রচেষ্টার পর অবশেষে কৌশল্যার পরিবারের সন্ধান পাওয়া যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
খবর পাওয়া মাত্রই কৌশল্যার স্বামী শান্তালাল রাম ও তার জামাই (son-in-law) উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশে (Siliguri Inicident) রওনা দেন। দীর্ঘ প্রতীক্ষার পর, শনিবার তারা আশ্রমে পৌঁছান। আশ্রমে পৌঁছে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আইনগত প্রক্রিয়া (legal procedure) সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে কৌশল্যাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্ত্রীর সঙ্গে তিন বছর পর মিলিত হয়ে শান্তালাল রাম বলেন, “আমি আশা ছেড়ে দিয়েছিলাম। এই আশ্রমের সাহায্য ছাড়া আমি কখনই আমার স্ত্রীকে ফিরে পেতাম না।”