Elon Musk: চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গ্রেক-৩! এআই যুদ্ধে ইলন মাস্ক

ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: এক বছর আগে টুইটার (Twitter) কিনে নাম বদলে ‘এক্স’ (X) রেখেছিলেন ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু এবার তিনি ‘এক্স’ (X) বিক্রি করে দিয়েছেন ৩৩ বিলিয়ন ডলারে। কিন্তু এখানে একটি চমক রয়েছে—যেহেতু ইলন মাস্কই এই সোশ্যাল মিডিয়া (Social media) প্ল্যাটফর্মটি বিক্রি করেছেন, তাহলে তা কিনল কে? উত্তরটা হলো—নিজেই।

ইলন মাস্ক (Elon Musk) এক্সকে (X) বিক্রি করেছেন তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ ‘এক্সএআই’-এর কাছে। মাস্ক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial intelligence) এই নতুন সংমিশ্রণ বিপুল সম্ভাবনা তৈরি করবে। এক্সের বিশাল ফলোয়ার সংখ্যা ও এক্সএআই-এর শক্তিশালী আইএআই প্রযুক্তি একত্রে কাজ করবে। একে অপরকে সমৃদ্ধ করবে। এতে ডেটা, মডেল, কম্পিউটেশন, বিতরণ এবং দক্ষতা—সব মিলিয়ে নতুন নতুন উন্নয়ন সাধিত হবে।

আরও পড়ুন: Tariff War: বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধ!

২০২২ সালে ইলন মাস্ক (Elon Musk) ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার (Twitter) কেনেন। এখন তার তৈরি ‘এক্স’ (X) প্ল্যাটফর্মের ৬০০ মিলিয়ন (৬০ কোটি) ব্যবহারকারী রয়েছে। বর্তমানে এক্সের বাজার মূল্য ৩৩ বিলিয়ন ডলার, কিন্তু এই প্ল্যাটফর্মটির ১২ বিলিয়ন ডলারের ঋণও রয়েছে। অন্যদিকে, এক্সএআই-এর বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলার বলে সূত্রের খবর। ২০২৩ সালে মাস্ক এক্সএআই লঞ্চ করেন। এর একটি চ্যাটবট, ‘গ্রক-৩’, ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়। এটি চ্যাটজিপিটি এবং ডিপসিক-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বর্তমানে ইলন মাস্কের এই এক্স এবং এক্সএআই-এর মিশ্রণ প্রযুক্তির ভবিষ্যতের দিকে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। যা আইএআই ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে একসঙ্গে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT