নিউজ পোল ব্যুরো: শনিবার আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্স (GT vs MI) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে নাম লেখালেন রেকর্ড বুকে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় মুম্বই (Mumbai Indians)। প্রথমে ব্যাট করে ভাল শুরু করেও ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে গুজরাটের (Gujarat Titans) ইনিংস। ওপেনিংয়ে সাই সুদর্শনের (Sai Sudharsan) সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন গুজরাট অধিনায়ক (Gujarat Titans Captain)।
আরও পড়ুন: Hardik Pandya : ভুলে যাও ২০২৪! নতুন মরশুমে নতুন ভোরের অপেক্ষায় রোহিত-হার্দিক
এদিন শুরু থেকেই চালিয়ে খেলেন গিল (Shubman Gill)। তবে অর্ধ-শতরানের আগেই থামে তাঁর ইনিংস। চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি সহযোগে ২৭ বলে ৩৮ রান করে হার্দিক পান্ড্যর বলে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরই মধ্য ছুঁয়ে ফেলেন নয়া মাইলফলক। দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একটি নির্দিষ্ট মাঠে ১০০০ আইপিএল (IPL) রান সম্পূর্ণ করলেন তিনি।

ডানহাতি ব্যাটারের (Shubman Gill) আগে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল (Chris Gayle)। যিনি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) ১৯ ইনিংসে ১০০০ আইপিএল রান করার কৃতিত্ব অর্জন করেছিলেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) এই নজির গড়ছে তাঁর লেগেছিল ২২ ইনিংস। তাঁর পরে চতুর্থ স্থানে রয়েছে তাঁরই সতীর্থ শন মার্শ (Shaun Marsh), যিনি মোহালিতে ২৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই মাইলফলকে পৌঁছানোর জন্য মাত্র ১৪ রান প্রয়োজন ছিল গিলের (Shubman Gill) এবং তিনি যা সহজেই করে ফেলেন। যদিও তাঁর দলের মিডল অর্ডার সেভাবে পারফর্ম না করতে পারায় ২০০ রানের আগেই থামে গুজরাটের ইনিংস। আহমেদাবাদ বরাবরই গিলের জন্য পয়া মাঠ। নমো স্টেডিয়ামে তাঁর রেকর্ড অসাধারণ। এই মাঠে ২০টি ইনিংসে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে তাঁর। রয়েছে চারটি অর্ধশতরানও। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২ ওভার শেষে ৯৯/৩। জয়ের জন্য প্রয়োজন বলে রান। ক্রিজে রয়েছেন সূর্য কুমার যাদব ৩৭(২০)* এবং রবিন মিঞ্জ ২(৩)*