Today Weather Bengal: মার্চেই গরমের দাপট! কোন কোন জেলায় তাপপ্রবাহের আশঙ্কা?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের দাবদাহ (Heatwave) ক্রমেই তীব্র হচ্ছে পশ্চিমবঙ্গে (West Bengal)। মার্চের শেষেই কলকাতার (Kolkata) তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে, (Today Weather bengal) আর পশ্চিমের জেলাগুলিতে (Western Districts) আরও বেশি গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা আরও বাড়বে। রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে গরমের দাপট বাড়বে। বিশেষ করে, পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), বীরভূম (Birbhum) এবং পশ্চিম বর্ধমান (West Burdwan)-এ তাপপ্রবাহের (Heatwave Conditions) মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরে সূত্রে খবর, এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে।

আরও পড়ুন:- Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!

শনিবার কলকাতার (Today Weather bengal) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি বেশি। এছাড়া, হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia) এবং পূর্ব বর্ধমান (East Burdwan)-সহ বেশ কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে (North Bengal) আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে স্বস্তির খবর হলো, দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়ি (Jalpaiguri)-তে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Moderate Rain) হতে পারে, যা সেখানকার তাপমাত্রা কিছুটা কমাতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

-দক্ষিণবঙ্গে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। শুষ্ক ও উষ্ণ বাতাস (Dry & Hot Wind) বইতে পারে, যা অস্বস্তি বাড়াবে। তবে এখনো কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রচুর জল পান করা এবং রোদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহান্তে (Weekend) দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রার আরও বৃদ্ধি ঘটবে ( Today Weather bengal) বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গে তীব্র গরমের দাপট বজায় থাকবে। রাজ্যবাসীকে এই প্রচণ্ড গরমের মোকাবিলা করতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/