নিউজ পোল ব্যুরো: রাজ্যের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Election 2026) বাকি আর মাত্র এক বছর। তার প্রস্তুতিতে আদাজল খেয়ে নেমে পড়েছে সব কটি দলই। আর তিনি, দিলীপ ঘোষও (Dilip Ghosh) ফিরেছেন স্বমহিমায়। রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তুলে ধরলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুনঃ Md Salim : মমতা খবর রাখেন না, লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন! বিস্ফোরক অভিযোগ সেলিমের
রোজকার মত এদিন সকালেও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বকীয় ভঙ্গিতে তাঁদের করা বেশ কিছু রাজনৈতিক প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তাল। জ্বলছে উত্তরবঙ্গ। সেই প্রসঙ্গ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগপুরে আরএসএসের (RSS) সদর দফতরে যাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে এদিন সপাটে ব্যাট চালিয়েছেন দিলীপ।
প্রাক্তন বিজেপি সাংসদকে এদিন প্রশ্ন করা হয়, এতদিন মোদি নাগপুরে RSS -এর সদর দফরে যাননি। এখন ছুটতে হচ্ছে কেন? তাহলে সংগঠনের রাশ কি পুরোপুরি RSS এর হাতে চলে যাচ্ছে? এর জবাবে দিলীপ ঘোষ বলেন, “মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন। তবে এর আগেও তো বহুবার গিয়েছেন। তখন খবর হয়নি। রাষ্ট্রীয় সেবক সংঘ বিশ্বের মধ্যে সবথেকে বড় স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন। মোদিজীর কর্মজীবন শুরু হয়েছিল সেখান থেকেই। তাই যেতেই পারেন।”

এরপরই রাজ্য রাজনীতিতে চলে আসেন দিলীপ ঘোষ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সম্প্রতি বলেছেন বলছেন তাঁদের সংখ্যালঘু ভোট দরকার। এই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, “শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষেই বিজেপিকে ভোট দেয় না সংখ্যালঘুরা। এটা পরিষ্কার। কিন্তু তাই বলে তাদের পিছনে ছোটার কোন দরকার নেই। আমরা কাউকে আলাদাও করি না। কাউকে তোষণও করি না। আমরা ‘সব কা সাথ সব কা বিকাশে’র কথা বলি।” তবে এরপরই আবার রামনবমী নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। বলেন, “রামনবমী নিয়ে উত্তেজনার পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর এটা হিন্দুরা করেনি। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয় তার চেষ্টা চলছে। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর টাউনে এই ঘটনা ঘটেছে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হয় মোথাবাড়ি নিয়ে। সেখানে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ জানান, “প্রয়োজনে আমিও যাব। ডিএম অফিস ঘেরাও করব। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি প্রতিবাদ করবে।” এরপরই চিরাচরিত ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে আক্রমণ শানান দিলীপ। কলকাতা থেকে লণ্ডন বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তিনি বলেন, “আপনি চালু করলেন না কেন? আপনি চালু করে লন্ডন থেকে কলকাতা সরাসরি আসতে পারতেন। চালু হবে কেন? যদি প্যাসেঞ্জার না হয় তাহলে কোনও এয়ারলাইন্স কি ফ্রিতে চালু করবে?” এর পাশাপাশি সমবায় নির্বাচনে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরির সাথে পুলিশের ধস্তাধস্তি প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। জানান, “ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিষয়টাকে পলিটিকাল এজেন্ডা বানিয়ে ঝামেলা পাকায়।”