নিউজ পোল ব্যুরো: উল্টোডাঙায় (Ultadanga) এক বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগে, অভিযুক্ত দীপু দলুইকে ৭ বছরের কারাদণ্ড দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)। বিচারক অনির্বাণ দাস (Anirban Das) এই রায় ঘোষণা করেন।
সূত্রের খবর, ২০২২ সালের জুলাই মাসের এক গভীর রাতে উল্টোডাঙার ডালপট্টি (Dalpatty) থেকে ফিরছিলেন এক বাউল শিল্পী। কলকাতা স্টেশনের (Kolkata Station) লাগোয়া ক্যানেলের ধারের রাস্তা ধরে হাঁটছিলেন তিনি। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, আর রাস্তা প্রায় জনশূন্য ছিল।বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার পাশে একটি শেডের নিচে আশ্রয় নিয়েছিলেন ওই মহিলা। কিন্তু তখনই ঘটে ভয়াবহ ঘটনা। পেছন থেকে অভিযুক্ত দীপু দলুই হঠাৎ তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় অভিযুক্ত। এরপর বাউল শিল্পীকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কানে থাকা সোনার অলঙ্কার ও কাছে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত। এরপর সে নারকীয় অত্যাচার চালায় নির্যাতিতার উপর। গুরুতর আঘাতের ফলে নির্যাতিতা জ্ঞান হারান।
আরও পড়ুনঃhttp://Wild Elephants Jhargram: ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব
ঘটনার বেশ কয়েক ঘন্টা ভোরে জ্ঞান ফেরে নির্যাতিতার। তিনি দেখতে পান, তার পোশাক ছেঁড়া এবং শরীর অসহনীয় যন্ত্রণা। কোনওরকমে বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর তারা দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। উল্টোডাঙা মহিলা থানার সাব-ইন্সপেক্টর বনশ্রী দত্ত (Banasree Dutta) এই মামলার তদন্তের দায়িত্ব পান। ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায় এবং সুবর্ণ দত্ত চৌধুরী তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1BeinJTCph/
অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিচার চলাকালীন আদালতে নির্যাতিতার বয়ান গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত দীপু দলুইকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন (Ultadanga) । এই রায়ের ফলে নির্যাতিতা ও তার পরিবার সুবিচার পেল বলে মনে করছেন সকলে। উল্টোডাঙার এই ঘটনায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস আরও একবার দৃঢ় হল।