নিউজ পোল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident)। রবিবার লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের (Bengaluru-Kamakhya Superfast Express ) ১১টি কোচ। ওড়িশার (Odisha) কটকের (Cuttack) কাছে নেরগুন্ডি স্টেশনের কাছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়।
পূর্ব উপকূল রেলওয়ের (ECoR) সরকারি সূত্র জানিয়েছে যে রবিবার রাত ১১.৫৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খুরদা রোডের বিভাগীয় রেল ব্যবস্থাপক (DRM), ECoR-এর জেনারেল ম্যানেজার এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ত্রাণ ও চিকিৎসা ত্রাণ ট্রেনও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইসিওআর কর্তারা জানিয়েছেন, লাইনচ্যুতির কারণে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ইসিওআর কর্মকর্তারা আরও জানিয়েছেন যে যাত্রীদের তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করছেন। পরপর রেল দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা নয়ে ফের প্রশ্ন উঠেছে। লাইনচ্যুতির কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে। যাত্রীরা জানিয়েছেন ট্রেনের গতি কম থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ECoR-এর একজন মুখপাত্র জানিয়েছেন, “আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন যাত্রী এবং তাদের পরিবারের জন্য আমরা হেল্পলাইন নম্বর জারি করেছি। ভুবনেশ্বর, ভদ্রক এবং কটক রেলওয়ে স্টেশনেও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।”

আরও পড়ুনঃ Operation Brahma: মায়ানমারে পাশে ভারত, ত্রাণ নিয়ে পৌঁছাল বিমান
তদন্তের পর লাইনচ্যুতির কারণ নির্ধারণ করা হবে বলেই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল – ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং ৮৯৯১১২৪২৩৮ । আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, গত কয়েক বছরে দেশের নানা প্রান্তে একাধিক ট্রেন দুর্ঘটনায় (Train Accident) বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে বহু মানুষের প্রাণহানি হয় ও আহত হন। বারবার দুর্ঘটনার পরও কেন রেলের হুঁশ ফিরছে না তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/