Jhargram: প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো দিতে একল অভিযান

জেলা শিক্ষা

অরুপ ঘোষ, ঝাড়গ্রাম: শিক্ষা আনে চেতনা। আর চেতনা আনে বিকাশ। শিক্ষা প্রতিটি সমাজের উন্নতির মূল স্তম্ভ। কিন্তু এদেশে এখন‌ও অনেক গ্রাম আছে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। সেই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে শিক্ষার বিস্তার ঘটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ফ্রেন্ডস অব ট্রাইবাল সোসাইটি। যা পরিচিত ‘একল অভিযান’ নামে। রবিবার ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরে আয়োজিত হয়ে গেল এরকম‌ই এক প্রয়াস।

আরও পড়ুন: Wild Elephants Jhargram: ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব

১৯৮৬ সালে ঝাড়খণ্ডের গুমলা অঞ্চলে একল অভিযানের সূচনা হয়। ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো। বর্তমানে সারা ভারতবর্ষে এক লক্ষ একল বিদ্যালয় চালু রয়েছে, যেখানে পঞ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার বিস্তার করা হয়। ৩০টি বিদ্যালয় নিয়ে একটি ক্লাস্টার এবং তিনটি ক্লাস্টার নিয়ে একটি ‘সাব-এরিয়া’ গঠিত হয়। আর চারটি ‘সাব-এরিয়া’ নিয়ে গঠিত হয় একটি অঞ্চল। যা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। একজন আচার্য অর্থাৎ শিক্ষকের দ্বারা পরিচালিত হয় বলে ‘একল বিদ্যালয়’ বলা হয় এই বিদ্যালয়গুলিকে।

গোপীবল্লভপুর (Jhargram) ১ নং ব্লকের বাগডিহা এলাকার সাতমা ক্লাস্টারের ৩০টি বিদ্যালয়ের মহিলা আচার্যদের নিয়ে পাঁচ দিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হল এদিন দুপুরে। এই বিদ্যালয়গুলিতে প্রায় ১০০০ জন ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। আচার্যরা এখানে নিজেদের উদ্যোগে শিক্ষাদান করে চলেছেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতমা ক্লাস্টারের সভাপতি সত্যবান বাগ এবং সাতমা ক্লাস্টার সমিতির সদস্য চন্দ্রশেখর সাউ, পশ্চিম মেদিনীপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রমুখ দীপ্তি মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রশিক্ষণ শিবিরে আচার্যাদের মধ্যে নৈতিক শিক্ষা এবং মহাভারত-ভাগবত গীতা পাঠদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

একল বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো শিক্ষার আলো থেকে বঞ্চিত গ্রামগুলিতে শিক্ষার প্রসার ঘটানো। একজন আচার্য দ্বারা পরিচালিত এই বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের নৈতিক ও প্রাথমিক শিক্ষা প্রদান করে। এর মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেশভক্তি, নৈতিকতা এবং সমাজ সচেতনতা জাগ্রত করার চেষ্টা করা হয়। বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে দেশপ্রেম, ভক্তি ও শ্রদ্ধার অভাব লক্ষ্য করা যাচ্ছে। সমাজে ক্রমশ কলুষতা বাড়ছে। একল অভিযানের মাধ্যমে শিক্ষার পাশাপাশি মনের বিকাশ ঘটিয়ে সুস্থ, সবল ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। একল অভিযানের এই উদ্যোগ শুধু শিক্ষার নয় বরং সমাজ গঠনের দিকেও এক যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষা প্রসারের মাধ্যমে গ্রামগুলিকে স্বাবলম্বী করে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। ঝাড়গ্রাম (Jhargram) সাতমা ক্লাস্টার সমিতির সদস্য চন্দ্রশেখর সাউ জানান, “গ্রামে গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে আমাদের এই অভিযান চলবে।“