North Bengal Trekking Spot: ট্রেকিং মানেই কষ্ট? উত্তরবঙ্গের এই ৩টি সহজ ট্রেক ভাঙবে আপনার ভুল!

ভ্রমণ

রাইমা রায়: ট্রেকিং (Trekking)—এই নাম শুনলেই কপালে ভাঁজ পড়ে? হাঁটুতে ব্যথা অনুভব করেন? ভাবেন, ‘এটা তো শুধু হিমালয়ের তাগড়া (North Bengal Trekking Spot) চেহারার পর্বতারোহীদের কাজ!’ তাহলে বলি, আপনি কিন্তু ভুল ভাবছেন! সব ট্রেকিংয়ের জন্যই যে অক্সিজেন সিলিন্ডার, দড়ি, আর স্টীলের মতো মজবুত পায়ের দরকার হয়, তা কিন্তু নয়। আসলে, ট্রেকিং শুধুমাত্র পাহাড়ে ওঠা নয়, বরং প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব পাতানোর সবচেয়ে ভালো উপায়! যদি আপনি জীবনেও ট্রেক না করে থাকেন, বা ভাবেন আপনার শরীর এই কষ্ট সইতে পারবে না, তবে একেবারে চিন্তা করবেন না। কারণ, আমাদের উত্তরবঙ্গে (North Bengal) এমন বেশ কয়েকটি ট্রেইল (Trail) আছে, যেখানে ৬ থেকে ৬০—সব বয়সের মানুষই মনের আনন্দে হাঁটতে পারবেন! আর এই গরমে যদি পরিবারের সঙ্গে উত্তরবঙ্গ ভ্রমণের (North Bengal Tour) প্ল্যান থাকে, তাহলে ব্যাগ গুছিয়ে নিন, কারণ আমরা নিয়ে এসেছি এমন তিনটি মজার ট্রেক রুট (Trek Route), যেগুলোতে (North Bengal Trekking Spot) আপনার জীবনের প্রথম ট্রেক একদম স্বপ্নের মতো হবে!

. ধোত্রে থেকে টুমলিং (Dhotrey to Tumling Trek)

এই ট্রেকটি মাত্র একদিনের এবং একেবারেই সহজ। সকাল ১০টার মধ্যে ধোত্রে (Dhotrey) থেকে হাঁটা শুরু করলে দুপুর ২টার মধ্যেই পৌঁছে যাবেন টুমলিং (Tumling)। প্রথমে ধোত্রের ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয়, তারপর পৌঁছতে হবে টংলু (Tonglu)। এখান থেকে পিচ রাস্তা পার করলেই টুমলিং। চাইলে টংলুতেও (Tonglu) রাত কাটাতে পারেন। টুমলিং থেকে চাইলে কালিপোখরি (Kalipokhri) হয়ে সান্দাকফু (Sandakphu) যেতে পারেন, যা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ। আবার মেঘমা (Meghma) হয়ে চিত্রে (Chitre) নামারও বিকল্প রয়েছে। যাঁরা এক দিনের ছোট ট্রেক চান, তাঁরা গাড়ি করে ধোত্রে বা মানেভঞ্জন (Manebhanjan) ফিরে আসতে পারেন।

আরও পড়ুন:- Doban Valley: নিরিবিলি নদীর তীরে নির্জন প্রকৃতির এক অসাধারণ ঠিকানা

২. রংবুল থেকে রেনবো ফলস (Rimbik to Rainbow Falls Trek)

ঘুম স্টেশন (Ghoom Station) থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত রংবুল (Rimbik)। এখান থেকে শুরু হয় এই ট্রেক, যা এক দিনের মধ্যেই সম্পন্ন করা যায়। পুরো যাত্রাপথ প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হলেও এটি মূলত পাহাড় থেকে নিচের দিকে নামার ট্রেইল। তাই বয়স যাই হোক না কেন, হাঁটতে খুব একটা কষ্ট হবে না। এই ট্রেকের সবচেয়ে বড় আকর্ষণ হল রেনবো ফলস (Rainbow Falls)। পাহাড়ি ঝর্নার জল সূর্যের আলোয় রংধনুর (Rainbow) মতো ঝলমলে হয়ে ওঠে, যা এক অনন্য দৃশ্য। এছাড়াও এখানে প্রচুর পাখি ও প্রজাপতির (Butterflies) দেখা পাওয়া যায়, যা প্রকৃতিপ্রেমীদের জন্য বাড়তি পাওনা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

. থার্ড মাইল থেকে চটকপুর (Third Mile to Chatakpur Trek)

টাইগার হিল (Tiger Hill) বলতে আমরা সাধারণত কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দর্শনের জায়গাকে বুঝি। এখান থেকেই মাত্র কিছুটা দূরে অবস্থিত থার্ড মাইল (Third Mile)। এখান থেকে শুরু হয় চটকপুর (Chatakpur) ট্রেক, যা খুবই সহজ ও কম সময়ে সম্পন্ন করা যায়। এই ট্রেকের দৈর্ঘ্য মাত্র ১২ কিলোমিটার। অনেকে চটকপুর থেকে টাইগার হিলও আসেন। যাত্রাপথে পড়বে সোনাদা (Sonada) জঙ্গল, যা অ্যাডভেঞ্চারপ্রেমীদের (Adventure lovers) জন্য আদর্শ। সব মিলিয়ে, মাত্র ২-৩ ঘণ্টার মধ্যেই এই ট্রেক শেষ করা সম্ভব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তো এবার কি ট্রেকিংয়ের ভয় কেটে গেল তো? যদি আপনি প্রথমবারের মতো ট্রেকিংয়ের অভিজ্ঞতা (North Bengal Trekking Spot) নিতে চান, তাহলে উত্তরবঙ্গের এই ট্রেকগুলি নিঃসন্দেহে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। গরমের ছুটিতে পাহাড়ের শীতল পরিবেশে হারিয়ে যেতে আর দেরি করবেন না— ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতার সন্ধানে!