নিউজ পোল ব্যুরো: সামনেই রয়েছে বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে নীতিশ কুমারের (Nitish Kumar) বাসভবনে। এনডিএ-এর শরিকরা বৈঠক করেছেন। বিহারে মোট ২৪৩টি বিধানসভা আসন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এনডিএ (NDA) জোটের শরিকরা সকলেই উপস্থিত ছিলেন। এদিনই বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতিশ কুমার জানিয়েছেন তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে ঠিক কার অবদান রয়েছে।
রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে রাজ্যের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে তাঁর ভূমিকার কৃতিত্ব দিয়েছেন। তবে এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্বীকার করেছেন মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে তিনি ভুল করেছেন। অতীতের রাজনৈতিক পরিবর্তনের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্পষ্ট করে বলেছেন যে, তিনি আরজেডি (RJD), কংগ্রেস (Congress) এবং বামপন্থীদের নিয়ে গঠিত বিরোধী জোটে আর কখনও ফিরে যাবেন না। পাটনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দুবার সেখানে (মহাগঠবন্ধনে) গিয়ে ভুল করেছি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটি আর কখনও ঘটবে না। এটা ভুল। আমাকে কে মুখ্যমন্ত্রী বানিয়েছে? অটল বিহারী বাজপেয়ী আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি কীভাবে এটা ভুলব? আমি আমার আমলে অনেক কাজ করেছি।”
আরও পড়ুনঃ Himachal Pradesh: হঠাৎ ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে, মর্মান্তিক মৃত্যু ৬ জনের
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে হতে চলা বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের (Nitish Kumar) এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে ২৪৩টি আসন রয়েছে। জেডি(ইউ) প্রধান ২০০০ সালে অল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী হন। এরপর তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত শীর্ষ পদ ধরে রাখেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর তিনি পদত্যাগ করেন। তাঁর প্রাক্তন দলীয় নেতা জিতন রাম মাঝির সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় থাকার পর, কুমার ২০১৫ সালে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসেন। তিনি নয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০১৩ সালে নীতীশ কুমার বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং প্রথমবারের মতো আরজেডির সাথে হাত মেলান। তার পর তিনি ২০১৭ সালে এনডিএতে ফিরে আসেন এবং ২০২২ সালে আবার এনডিএ ছেড়ে আরজেডি-নেতৃত্বাধীন মহাগঠবন্ধনে যোগ দেন। ১৮ মাস পর আবার এনডিএতে যোগ দেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/