শর্তসাপেক্ষে আদালতে জামিন মঞ্জুর অয়ন শীলের

breakingnews অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। আজ সোমবার ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয় অয়ন শীল। পুরসভা এবং পঞ্চায়েত নিয়োগের দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁর কোম্পানি থেকে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হতো বলে অভিযোগ ছিল। তবে এতদিন জেলে থাকার পরেও তদন্তকারি অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন না এবং নতুন কোনও প্রমাণও আদালতে জমা দিতে পারেননি। সেই কারণেই জামিন মঞ্জুর কলকাতা হাই কোর্টের।

তবে এদিন জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত।

শর্তগুলো হল:

(১) নিম্ন আদালতে ট্রায়ালের সময় হাজির থাকতে হবে

(২) তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে

(৩) প্রমাণ লোপাট করা যাবে না।

(৪) পাসপোর্ট জমা রাখতে হবে ।

(৫) এলাকা ছাড়া যাবে না ।

জেলা প্রশাসনিক সূত্রে জানা যায় ২০১৭-১৮ সাল নাগাদ অয়ন পাণ্ডুয়া ব্লকের একটি পঞ্চায়েতের এগ্‌জিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। ঘটনাচক্রে, তাঁর কাছাকাছি সময়েই পঞ্চায়েতের একটি নিয়োগ পরীক্ষা নেওয়া হয়ছিল। ইডি সূত্রের খবর, গ্রেফতারির পরে অয়নের কাছে ২০১৪ সাল থেকে হওয়া নিয়োগের নানা নথি পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্রে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত কিছু সন্দেহ দানা বেঁধেছে তাঁদের মধ্যে। সেই কারণেই ওই সময় থেকে নিয়োগ-নথি চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। তবে এখনও পর্যন্ত শুধু হুগলি জেলা প্রশাসনই ইডির এমন বার্তা পেয়েছে বলে জানা গেছে।

স্কুলে নিয়োগের দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুর-নিয়োগেও গরমিলের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তার পরে এখন পঞ্চায়েতে নিয়োগে তথ্য চেয়ে পাঠানোর জল কত দূর গড়ায়, সে দিকে নজর থাকবে সব পক্ষের।