Bank Open or Close: ঈদের দিন ব্যাঙ্ক খোলা না বন্ধ? জেনে নিন

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৪-২৫ আর্থিক বছরের শেষদিন ৩১ মার্চ, সোমবার। স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক গুলিতে এদিন ব্যস্ততা চূড়ান্তে থাকে। সমস্ত রকম লেনদেন এবং রিপোর্ট জমা করার শেষদিন ৩১ মার্চ। সাধারণত ব্যাঙ্ক (Bank Open or Close) খোলাই থাকে এদিন। কিন্তু এবছর ঈদ‌ও পড়েছে এক‌ইদিনে। তাই গ্রাহকদের মনে একটাই প্রশ্ন সোমবার ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ ?

আরও পড়ুন: Eid Celebration: শান্তিপূর্ণ ঈদ উদযাপন ঝাড়গ্রামে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সব ধর্মের মানুষ

৩১ মার্চ ঈদ-উল-ফিতর পড়লেও, ব্যাংক (Bank Open or Close) খোলা থাকবে প্রায় সারা দেশজুড়ে‌ই। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কিং ক্ষেত্রে ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সুতরাং গ্রাহকদের চিন্তার কোন কারণ নেই। এদিন সমস্তরকমের ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই সরকারি রাজস্ব, অর্থপ্রদান এবং সেটলমেন্ট সম্পর্কিত সমস্ত লেনদেন সম্পন্ন করতে হয়। চলতি অর্থবর্ষের শেষ দিনেও সমস্ত সরকারি লেনদেন যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায়, সেজন্য আরবিআই এই নির্দেশ জারি করেছে বলে জানানো হয়েছে।

সোমবার ব্যাঙ্ক খোলা থাকলেও নিয়মমাফিক ১ এপ্রিল প্রতিবছরের মত ব্যাঙ্ক বন্ধ (Bank Open or Close) থাকবে বেশিরভাগ রাজ্যেই। কারণ নতুন আর্থিক বছরের প্রথম দিন বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের কার্যক্রমের কারণে সাধরণ গ্রাহকদের জন্য ব্যাংক বন্ধ থাকে।

এপ্রিল মাসে সাপ্তাহিক রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও মোট ৯দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক (Bank Open or Close)। আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:

একনজরে ২০২৫ সালের এপ্রিল মাসে ব্যাংক ছুটি (Bank Holidays in April):

১ এপ্রিল: নয়া আর্থিক বছরের প্রথম দিন হ‌ওয়াই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষ্যে তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ এপ্রিল: মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়।

১৪ এপ্রিল: ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী / বিষু / বিজু / বুইসু উত্সব / মহা বিষুব সংক্রান্তি / তামিল নববর্ষ দিবস / বোহাগ বিহু / চেইরাওবা — মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, নয়াদিল্লি, ছত্তিশগড়, মেঘালয় এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে ব্যাঙ্ক।

১৫ এপ্রিল: পয়লা বৈশাখ / হিমাচল দিবস / বোহাগ বিহু — আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাংক বন্ধ থাকবে।

১৮ এপ্রিল: গুড ফ্রাইডে — সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২১ এপ্রিল: গড়িয়া পূজা উপলক্ষ্যে ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৯ এপ্রিল: পরশুরাম জয়ন্তী উপলক্ষ্যে হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

৩০ এপ্রিল: কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে বাসব জয়ন্তী উপলক্ষ্যে।

তবে উপরে উল্লিখিত সমস্ত তারিখে ব্যাংক শাখা বন্ধ (Bank Open or Close) থাকলেও, গ্রাহকরা সারা বছর ডিজিটাল বা নেট ব্যাংকিং পরিষেবা (Digital or Net Banking) ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিগত কোন ত্রুটি (Server Issue) না থাকলে সমস্ত ব্যাংক ওয়েবসাইট (Banking Website), ব্যাংকিং অ্যাপ (Banking Apps), ইউপিআই (UPI) এবং এটিএম (ATM) পরিষেবা সারা বছর সক্রিয় থাকে। এমনকি আপনি এই দিনগুলিতে ডিজিটালভাবে একটি স্থায়ী আমানত (Fixed Deposit) বা পুনরাবৃত্তি আমানত (Recurring Deposit) শুরুও করতে পারেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

(বিঃদ্রঃ- এপ্রিলের ১২ এবং ২৬ তারিখ যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ রবিবার হ‌ওয়ার কারণে সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাংক বন্ধ থাকবে।)