নিউজ পোল ব্যুরো: টিভি (TV) দেখার সময় কতটা দূরত্বে (Distance) বসা উচিত, এ প্রশ্নের উত্তরে অনেকেই কম বেশি ভুল ধারণা পোষণ করে থাকেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক (Alert) করেছেন যে, টিভির (TV) পর্দা থেকে খুব কাছাকাছি বসে দেখলে তা চোখের জন্য ক্ষতিকর (Eye Care Tips) হতে পারে। সাধারণত, টিভির আলো খুব শক্তিশালী হয়ে থাকে ফলে চোখে বেশ কিছু সমস্যা (Eye Care Tips) সৃষ্টি করতে পারে। চোখে ব্যথা, চোখের জল পড়া, শুষ্ক চোখ, এমনকি দৃষ্টিশক্তি কমে যাওয়ার মত সমস্যাও (Problem) দেখা দিতে পারে (Eye Care Tips)।
আরও পড়ুন: Lemon Water Side Effects: শরীর ভালো রাখতে লেবুর জল খাচ্ছেন? সতর্ক হোন!
কতটা দূরত্বে বসে টিভি দেখা উচিত, সেটি টিভির পর্দার সাইজের ওপর নির্ভর করে। নিচে এর সঠিক পরামর্শ দেওয়া হলো:
১. ২৮ ইঞ্চি পর্দা: যদি আপনার টিভির পর্দা ২৮ ইঞ্চি হয়, তবে আপনাকে কমপক্ষে ৩ ফুট দূরে বসতে হবে।
২. ৩২ ইঞ্চি পর্দা: ৩২ ইঞ্চি পর্দার জন্য উপযুক্ত দূরত্ব হবে ৪ ফুট।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
৩. ৪৩ ইঞ্চি পর্দা: এই সাইজের টিভির জন্য ৪ থেকে ৬ ফুট দূরত্বে বসা উচিত। এতে চোখের কোনো সমস্যা হবে না।
৪. ৫০ থেকে ৬৫ ইঞ্চি পর্দা: এই সাইজের টিভির জন্য ৫ থেকে ৮ ফুট দূরত্বে বসা অত্যন্ত জরুরি। এতে চোখের উপর কম চাপ পড়বে।
৫. ৬৫ থেকে ৭৫ ইঞ্চি পর্দা: এত বড় টিভি হলে ৬ থেকে ১০ ফুট দূরত্বে বসা উচিত।
৬. ৭৫ ইঞ্চির বেশি পর্দা: বর্তমানে বেশিরভাগ ঘরের আকারে এত বড় টিভি রাখা সম্ভব হয় না, তবে যদি এমনটি হয়, তাহলে টিভির কাছে না গিয়ে যতটা দূরে সম্ভব, ততটা দূরে বসা উচিত। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, খুব কাছাকাছি বসে টিভি দেখা একদমই উচিত নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরামর্শগুলো মেনে চললে, দীর্ঘ সময় ধরে টিভি দেখলেও চোখের ক্ষতি হবে না এবং দৃষ্টিশক্তি ঠিক থাকবে।