নিউজ পোল ব্যুরো: সারা দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ (Eid 2025) উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভোর থেকেই ঈদের নামাজ (Eid Prayer) আদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। বালুরঘাট , তপন, কুমারগঞ্জ , কুশমণ্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহ পরিণত হয় ভক্তি ও আনন্দের মিলনস্থলে।

সকাল থেকেই ঈদগাহগুলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় রীতি মেনে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি (Embrace) ও শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ছোট থেকে বড়, সবাই মিলিত হয় এই আনন্দ উৎসবে। নতুন পোশাক, সুগন্ধি ও বিশেষ খাবারের আয়োজন ছিল ঈদ উদযাপনের অংশ। শিশুদের মধ্যে ঈদ উপহার ( (Eid 2025) ) পাওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

জেলার প্রশাসন (Administration) ও পুলিশ প্রশাসন (Police Administration) ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা (Security Arrangements) গ্রহণ করেছে। সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি (Surveillance) চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীরা সতর্ক রয়েছেন যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা (Untoward Incident) না ঘটে। প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হচ্ছে।
আরও পড়ুন: Eid Celebration: শান্তিপূর্ণ ঈদ উদযাপন ঝাড়গ্রামে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সব ধর্মের মানুষ
ঈদের (Eid 2025) এই উৎসবে সম্প্রীতির (Harmony) বার্তা ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। সকল সম্প্রদায়ের মানুষ একে অপরকে শুভেচ্ছা উৎসবের আমেজে গোটা জেলা এক উজ্জ্বল সৌহার্দ্যের ছবি উপস্থাপন করে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/