Eid al-Fitr: সম্প্রীতির বার্তা দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল সহ রাজনীতিবিদরা

দেশ

নিউজ পোল ব্যুরো: সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। ইদ-উল-ফিতর (Eid al-Fitr ) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে রাজনীতিবিদরা। শুভেচ্ছা জানিয়ে এক্স-হ্যান্ডেলে লিখেছেন তাঁর শুভেচ্ছাবার্তা। জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

ইদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেছেন যে এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করবে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ঈদ মোবারক।”

রাষ্ট্রপতি মুর্মু শুভেচ্ছা জানাতে গিয়ে আশা প্রকাশ করে বলেছেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শুভ ইদ-উল-ফিতর উপলক্ষে, আমি সকল নাগরিককে, বিশেষ করে আমার মুসলিম ভাই ও বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে এবং করুণা এবং দানের প্রবণতা গ্রহণের বার্তা দেয়। আমি কামনা করি যে এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক এবং সকলের হৃদয়ে কল্যাণের পথে চলার সংকল্পকে শক্তিশালী করুক।”

আরও পড়ুনঃ Eid: “ওরা চায় বিভাজন”, ইদে রেড রোড থেকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী X-এ লিখেছেন, “ঈদ মোবারক! এই আনন্দময় উপলক্ষ আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোড থেকে বলেছেন, “আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়।”

সোমবার সকালে দেশজুড়ে লক্ষ লক্ষ মুসলিম মসজিদ এবং নামাজের মাঠে জড়ো হয়েছেন। পালন করছেন ইদ-উল-ফিতর (Eid al-Fitr ) উদযাপন করেছেন। রাজধানীতে দিল্লি সহ দেশের নানা প্রান্তে সোমবার সকাল থেকেই উৎসবের মেজাজে। দিল্লি ঐতিহাসিক জামা মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়ার জন্য জড়ো হন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/