Dilip Ghosh : “দেব-দেবীদের হাতেও অস্ত্র থাকে!” রামনবমীর অস্ত্র মিছিল নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপের

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বাকি মাত্র আর এক বছর। তার আগে ফের স্বমহিমায় বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার খুশির ঈদ (Eid 2025)। সেই উপলক্ষ্যে এদিন শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি একাধিক রাজনৈতিক ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসককে কটাক্ষ করতেও ছাড়লেন না।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “কাউকে তোষণ করি না!” সংখ্যালঘু প্রসঙ্গে বিরাট মন্তব্য দিলীপের

রোজকার মত এদিনও সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) মোথাবাড়িতে (Mothabari) ঢুকতে বাধা দেওয়া প্রসঙ্গে সরব হন তিনি। প্রশ্ন তোলেন, “যে সরকার পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না। হিন্দুদের ধনসম্পত্তি এবং মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না। তারা বাধা দেয় কেন আমাদের? যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে কি তারা পুজো পাঠ বা উৎসব করতে পারবেন না?” এরই পাশাপাশি কার্তিক মহারাজের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে দিলীপের দাবি, “কার্তিক মহারাজ তো প্রথম থেকেই হিন্দুত্বের কথা বলেন। বাকি সাধুসন্তরাও আজ রাস্তায় বেরিয়েছেন। তারা সনাতন বোর্ড গঠন করার আহ্বান জানিয়েছেন। ভারতবর্ষের যেখানে সেখানে হিন্দুরা আক্রান্ত হবে, ওঁরা সেখানেই গিয়ে রুখে দাঁড়াবেন।”

Dilip Ghosh

সামনেই রামনবমী (Ram Navami)। সেদিন অস্ত্র মিছিল বাধা পেলে প্রতিশোধ, এমন হুঙ্কারই দিয়ে রেখেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক‌। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “রাম নবমীতে অস্ত্র মিছিল নতুন নয়। মহরমে যদি অস্ত্র নিয়ে বেরোতে পারে, তাহলে রামনবমীতে কেন বেরোনো যাবে না? আমাদের দেবদেবীদের হাতেও তো অস্ত্র থাকে।” সম্প্রতি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে বলেছেন এবার ক্যানিংয়ে রামনবমীর মিছিলে তিনিও থাকতে পারেন। সেই প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর পাল্টা হুঁশিয়ারি, “যদি শওকত মোল্লার দম থাকে তাহলে মুর্শিদাবাদে বা মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের উজাড় করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে শান্তি মিছিল করুক।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারি, শহরজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রামনবমীর পোস্টার, মাদ্রাসা বোর্ডে দুর্নীতি, লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ ইত্যাদি একাধিক বিষয়ে শাসককে এদিন তুলোধুনা করেন দিলীপ (Dilip Ghosh)। মমতাকে লন্ডনে হেনস্থার প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, “উনি বাংলায় সবাইকে ধমকে চুপ করাতে পারেন। কিন্তু লন্ডনে প্রবাসী ভারতীয়দের চুপ করাতে পারবেন না। আমি তো আগেই বলেছিলাম যে আরজি কর নিয়ে প্রশ্ন উঠবেই।” কোচবিহারে ২০১৩ সালের মাদক মামলার কেস ডায়েরি গায়েব।‌ সেই প্রসঙ্গে আবারও শাসকের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ বলেন, “যেখানেই অভিযুক্ত তৃণমূল নেতা, সেখানেই কেস ডায়েরি গায়েব হয়ে যাবে।”