নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক পর্যটন গন্তব্যের তকমা পেয়েছে। এই তকমা ধরে রাখতে সরকার সদা তৎপর বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ শীতকালিন অধিবেশনে যোগ দিয়ে তিনি জানান, বাংলা এখন শুধুমাত্র দেশ নয়, গোটা বিশ্বের প্রথম সারির পর্যটন গন্তব্য। রাজ্যের পর্যটনের সার্বিক বিকাশে ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি আজ বিধানসভায় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে৷ খুব শীঘ্রই এই মন্দির উদ্বোধন হবে। সহজে গঙ্গাসাগর পৌঁছনোর জন্য মুড়ি গঙ্গার ওপর সেতু নির্মাণের কাজও তৎপরতার সঙ্গে করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
তিনি জানান, সেতু তৈরির জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। ওই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মেলা কুম্ভ মেলার সমকক্ষ হয়ে উঠবে। তিনি বলেন, ‘হোম স্টে তে এই রাজ্য এখন মডেল। এতে প্রচুর বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হচ্ছে।’