Salary Hike: নতুন আর্থিক বছরে বেড়ে যাচ্ছে আপনার বেতন! জানুন কীভাবে

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: মার্চ (March) মাস শেষ হওয়ার সাথে সাথে বিদায়ী অর্থবর্ষও শেষ হচ্ছে। ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ (Fiscal year)। নতুন অর্থবর্ষে বেশ কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য রয়েছে কিছু সুখবর। আগামী ১ এপ্রিল থেকে বেতন বাড়ানোর (Salary Hike) ঘোষণা এসেছে যা সরাসরি তাঁদের পকেটে গিয়ে প্রভাব ফেলবে। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Train Ticket Cancellation: রেল টিকিট বাতিল আরও সহজ, জানুন পদ্ধতি

কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ আয়কর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করা হয়েছিল যেগুলি ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। একদম প্রথমেই সুখবর হলো, যাদের বার্ষিক বেতন (Annual salary) ১২ লক্ষ টাকার কম, তাদের জন্য এখন থেকে আয়কর দিতে হবে না। আবার, যদি কারো আয় ১২ লক্ষ টাকার বেশি হয় তবুও নতুন আয়কর স্ল্যাবে তাঁদের কর ছাড় পাওয়া যাবে যার ফলে তাঁদের বেতন বাড়বে (Salary Hike)।

এখন পর্যন্ত ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হত না তবে এই অর্থবর্ষে টিডিএস কমানোর ফলে ৭ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে যাদের আয় তারা প্রতি মাসে প্রায় ৬,৬০০ টাকা বেশি বেতন (Hike Salary) পাবেন। এই টিডিএস (TDS) কমানোর কারণে নতুন অর্থবর্ষে (Fiscal year) তাঁদের বেতন সরাসরি বাড়বে। তবে, এক্ষেত্রে মনে রাখতে হবে যারা নতুন আয়কর কাঠামো বেছে নেবেন তারাই এই করছাড় পাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়া, নতুন বাজেটে ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন সুবিধাও দেওয়া হয়েছে। এর ফলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না। তবে যাদের বেতন ৭ লক্ষ টাকার কম তাদের এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

সুতরাং, নতুন অর্থবর্ষে চাকরিজীবীরা অপেক্ষাকৃত বেশি বেতন পেতে চলেছেন এবং আগের তুলনায় করের বোঝাও কমবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT