নিউজ পোল ব্যুরো: আজ সোমবার, দেশজুড়ে উদযাপিত হচ্ছে খুশির ঈদ (Eid)। একমাস রমজানের (Ramadan) রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীরা সোমবার, ঈদের নামাজ (Eid Prayer) আদায় করছেন। ধর্মীয় প্রার্থনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও মেতে উঠেছে দেশবাসী। এই খুশির দিনে বীরভূমের (Birbhum) নানুর ব্লকের (Nanoor Block) পাপুড়ি গ্রামে (Papuri Village) ঈদের নামাজ আদায় করেন বীরভূম জেলা পরিষদের (Birbhum Zilla Parishad) সভাধিপতি কাজল শেখ। (Eid Celebration-Kajal Sheikh) পাপুড়ি ঈদগাহ ময়দানে (Eidgah Maidan) তিনি তার পরিবারের সদস্য এবং স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে নামাজ আদায় করেন। তার সঙ্গে ছিলেন তার দাদা, কেতুগ্রাম বিধানসভার (Ketugram Assembly) বিধায়ক শেখ শাহনেয়াজ (Sheikh Shahneyaz)। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

আরও পড়ুন:-Siliguri Eid Celebration: ঈদের আনন্দে একত্রিত শিলিগুড়ির মুসলিম সম্প্রদায়
তবে এই দিনটি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্যই নয়, বরং সমস্ত ধর্মের মানুষের জন্য সম্প্রীতির বার্তা বয়ে আনে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সভাধিপতি কাজল শেখ প্রতি বছরের মতো এবছরও ঈদের দিন এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। ঈদের নামাজ আদায় করার পর তিনি (Eid Celebration-Kajal Sheikh) হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের (Hindu Community) মানুষের জন্য খাবারের (Feast) আয়োজন করেন। ২০১০ সাল থেকে এই আয়োজন করে আসছেন তিনি। প্রতিবছর পাপুড়ি গ্রামে ঈদের দিন বিশেষ এই ভোজের আয়োজন করা হয়। গ্রামের উভয় সম্প্রদায়ের মানুষ একত্রে মিলিত হয়ে এই আয়োজন উপভোগ করেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal Harmony) এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে, এই ধরনের আয়োজনের ফলে সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:– https://www.facebook.com/share/164mWXbsyp/
সভাধিপতি কাজল শেখ জানান, ‘‘ধর্ম আলাদা হলেও উৎসব সবার। ঈদ শুধু মুসলিম সম্প্রদায়ের উৎসব নয়, এটি সকলের আনন্দের দিন। সেই ভাবনা থেকেই আমি বহু বছর ধরে এই আয়োজন (Eid Celebration-Kajal Sheikh) করে আসছি। আমরা চাই, সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকুক এবং প্রতিটি উৎসবকে সমানভাবে উপভোগ করুক।’’ স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেও যে একতা এবং সৌহার্দ্য বজায় রাখা সম্ভব, তারই এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরেছেন সভাধিপতি কাজল শেখ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT