নিউজ পোল ব্যুরো: শহর জুড়ে এখন শুধুই পোস্টার ঝড়। এই পোস্টার নিয়েই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন নতুন বিতর্ক। সামনেই রামনবমী (Ram Navami)। এই অস্ত্রকেই হাতিয়ার করে ময়দানে নামতে চাইছে বিজেপি (BJP)। বাংলাজুড়ে রামনবমী পালনের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহেই এবার শহরজুড়ে রামনবমীর পোস্টারে (Poster) ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
উত্তর কলকাতার একাধিক জায়গায় পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবি দেওয়া পোস্টার । সেই পোস্টার ঘিরে রামনবমীর আগে তুঙ্গে রাজ্য-রাজনীতি। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ময়াদানে নেমছে রাজ্যের শাসক দল তৃণমূল। এমনিতেই রামনবমীতে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে রাজ্য পুলিশের দুই শীর্ষ কর্তা রাজ্যবাসীকে সতর্ক করেছেন। সেই আবহেই কলকাতা জুড়ে মোদী ও শুভেন্দুর পোস্টার যে সেই আগুনে ঘি ঢেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “দেব-দেবীদের হাতেও অস্ত্র থাকে!” রামনবমীর অস্ত্র মিছিল নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপের
রামনবমীর (Ram Navami) পোস্টার নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এখন দেখছি, ওরা একটা নতুন ইস্যু তৈরি করছে। সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এখন এটাতে খুব বেশি লাভ হবে না। এভাবে ভোট পাওয়া যায় না।” অন্যদিকে সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বের হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন রামনবমী নিয়ে। রামনবমীতে অস্ত্র মিছিল বাধা পেলে প্রতিশোধ, এমন হুঙ্কারই দিয়ে রেখেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক। সেই প্রসঙ্গে দিলীপ বলেছেন, “রাম নবমীতে অস্ত্র মিছিল নতুন নয়। মহরমে যদি অস্ত্র নিয়ে বেরোতে পারে, তাহলে রামনবমীতে কেন বেরোনো যাবে না? আমাদের দেবদেবীদের হাতেও তো অস্ত্র থাকে।” সম্প্রতি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে বলেছেন এবার ক্যানিংয়ে রামনবমীর মিছিলে তিনিও থাকতে পারেন। সেই প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর পাল্টা হুঁশিয়ারি, “যদি শওকত মোল্লার দম থাকে তাহলে মুর্শিদাবাদে বা মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের উজাড় করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে শান্তি মিছিল করুক।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/