অবসর পরিকল্পনা ঘোষণা করতেই RSS দফতরে PM Modi, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রবিবার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস (RSS)-এর সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। স্বাধীনতার পর দেশের প্রথম কোনও প্রধানমন্ত্রী গিয়েছিলেন আরএসএস (RSS)-এর সদর দফতরে। এই নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে কম চর্চা হচ্ছে না। এই আবহেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং নাগপুরে (Nagpur) আরএসএস (RSS) সদর দফতরে তাঁর সাম্প্রতিক সফরও এর সঙ্গে সম্পর্কিত।

সঞ্জয় রাউত দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। তাঁর কথায়, এখন মোদী দলের প্রধান মোহন ভাগবতকে “টাটা, বাই, বাই” বলার জন্য সেখানে গিয়েছেন। রাউতের কথায়, “তিনি সম্ভবত অবসর গ্রহণের আবেদন জমা দিতে আরএসএস সদর দপ্তরে গিয়েছেন।” রাউত বলেন, তিনি বিশ্বাস করেন যে আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। রাউত মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমি যতদূর জানি, সমগ্র সংঘ পরিবার দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ হয়ে গিয়েছে এবং তারা পরিবর্তন চায় এবং তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়।” যদিও বিজেপির শীর্ষ নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন। ফড়নবিশ বলেন, “২০২৯ সালে, আমরা মোদীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব। তাঁর উত্তরসূরী খোঁজার কোনও প্রয়োজন নেই। তিনি (মোদী) আমাদের নেতা থাকবেন। আমাদের সংস্কৃতিতে, যখন পিতা জীবিত থাকেন, তখন উত্তরাধিকার নিয়ে কথা বলা অনুচিত। এটাই মুঘল সংস্কৃতি। এটি নিয়ে আলোচনা করার সময় আসেনি।”

আরও পড়ুনঃ Ram Navami: উত্তর কলকাতা জুড়ে মোদী-শুভেন্দুর ছবি দেওয়া রামনবমীর পোস্টার, বিতর্ক তুঙ্গে

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, রবিবার প্রধানমন্ত্রী মোদী (PM Modi) আরএসএস-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সংগঠনটিকে ভারতের সাংস্কৃতিক ও আদর্শিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী “বটবৃক্ষ” বলে অভিহিত করেছেন। আরএসএস সদর দপ্তর পরিদর্শনের সময় মোদী সংগঠনের শতাব্দী প্রাচীন আদর্শের প্রশংসা করেছেন। বলেছেন, “১০০ বছর আগে যে আদর্শের বীজ বপন করা হয়েছিল তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। আরএসএসের নীতি ও মূল্যবোধ এটিকে অনেক উচ্চতায় উন্নীত করেছে, লক্ষ লক্ষ করসেবক এর শাখা হিসেবে কাজ করেছেন।” রবিবার প্রধানমন্ত্রী মোদী সকালে রেশিমবাগ এলাকায় ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দির পরিদর্শন করেন এবং আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক গোলওয়ালকরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী তাঁর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন। তারপর প্রধানমন্ত্রী মোদী গেলেন সেখানে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/