PM Modi’s private secretary: প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব হলেন এই IFS অফিসার

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব (PM Modi’s private secretary) হিসেবে নিযুক্ত করা হল আইএফএস (IFS) নিধি তিওয়ারিকে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি কর্তৃক অনুমোদিত এই নিয়োগকে সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DOPT) কর্তৃক ঘোষণা করা হয়েছে।

নিধি তিওয়ারির নিয়োগ নিয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে সরকারি নির্দেশিকা। আইএফএস নিধি তিওয়ারি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৯শে মার্চের আদেশ অনুসারে, নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাঁর বর্তমান ভূমিকা থেকে সরে আসবেন। তাঁর মেয়াদ বর্তমান প্রশাসনের মেয়াদের সঙ্গে অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংযুক্ত থাকবে।

আরও পড়ুনঃ অবসর পরিকল্পনা ঘোষণা করতেই RSS দফতরে PM Modi, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

জেনে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিবের পরিচয়…

২০১৪ ব্যাচের এই আইএফএস অফিসার (PM Modi’s private secretary) বারাণসীর মাহমুরগঞ্জ এলাকার বাসিন্দা যা ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদীর লোকসভা নির্বাচনী এলাকা। ২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি ৯৬ তম স্থান অর্জন করেন এবং ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (IFS ) যোগদানের আগে প্রথমে বারাণসীতে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগদানের পর তিনি ৬ জানুয়ারী, ২০২৩ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনের আগে, তিনি বিদেশ মন্ত্রণালয়ে, বিশেষ করে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগে কাজ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বিশেষ করে ‘বিদেশ ও নিরাপত্তা’ বিভাগে, যেখানে তিনি সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে রিপোর্ট করতেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/