নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের তীব্র দাবদাহে শরীর-মন যখন হাঁসফাঁস করছে, তখন এক কাপ ঠান্ডা আইসক্রিম (Ice-Cream) যেন পরম শান্তি এনে দেয়। দোকানে ঢুকে আপনি চকলেট (Chocolate), ভ্যানিলা (Vanilla), স্ট্রবেরি (Strawberry), ম্যাংগো (Mango) – নানা স্বাদের মধ্যে নিজের পছন্দের আইসক্রিম বেছে নিতে ব্যস্ত। কিন্তু হঠাৎ চোখ আটকে গেল নতুন এক ফ্লেভারে— মাতৃদুগ্ধ (Breast Milk Flavor Ice Cream) স্বাদের আইসক্রিম! অবাক লাগছে? সত্যিই কি এমন কিছু সম্ভব? আমেরিকার (USA) এক শিশু পণ্য প্রস্তুতকারী সংস্থা ‘ফ্রিডা’ (Frida) কিন্তু এমনই এক চমকপ্রদ আইসক্রিম বাজারে আনার ঘোষণা করেছে! এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে তুমুল আলোড়ন।
আরও পড়ুন:- Phone in silent mode: ফোন সাইলেন্টে রাখা মানে যোগাযোগ এড়ানো নয়, জানুন কেন!
ফ্রিডা মূলত শিশুদের জন্য বিভিন্ন পণ্য প্রস্তুত করে থাকে। সম্প্রতি তারা বাজারে এনেছে নতুন এক ব্রেস্ট পাম্প (Breast Pump), যার নাম ‘টুইন ওয়ান ব্রেস্ট পাম্প’ (Twin One Breast Pump)। আর এই নতুন পণ্য বাজারজাত করার অভিনব প্রচার কৌশল হিসেবেই তারা মাতৃদুগ্ধ স্বাদের আইসক্রিম তৈরির ঘোষণা করেছে। মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থার (FDA) নিয়ম অনুযায়ী, খাবারে মাতৃদুগ্ধ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই বিশেষ আইসক্রিম শুধুমাত্র মাতৃদুগ্ধের স্বাদের (Breast Milk Flavor) হবে, কিন্তু তাতে আসল মাতৃদুগ্ধ থাকবে না। তবে সংস্থার দাবি, এই আইসক্রিম হবে পুষ্টিগুণে ভরপুর এবং এতে থাকবে ওমেগা-৩ (Omega-3), কার্বোহাইড্রেট (Carbohydrate), আয়রন (Iron), ভিটামিন বি ও ডি (Vitamin B & D), ক্যালসিয়াম (Calcium) এবং জিঙ্ক (Zinc)— যা শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ফ্রিডা জানিয়েছে, এই বিশেষ আইসক্রিমের স্বাদ হবে (Breast Milk Flavor Ice cream) মিষ্টি, হালকা নোনতা এবং বাদামের (Nutty) মিশ্রণে তৈরি। অনেকের মনেই কৌতূহল ছিল যে মাতৃদুগ্ধের স্বাদ আসলে কেমন হয়। কিন্তু এটি এমন একটি বিষয়, যা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেই কৌতূহল মেটাতেই ফ্রিডার এই অভিনব পদক্ষেপ!
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের বন্যা বয়ে গেছে। কেউ কেউ বলছেন, ‘‘এটা কি এপ্রিলে ফুল (April Fool) করার একটা নতুন পদ্ধতি?’’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘‘আইসক্রিম কিনতে গেলে দোকানদারকে কীভাবে বলব কোন ফ্লেভার চাই!’’ অনেকে অবশ্য বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন, ‘‘যদি চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি আইসক্রিম থাকতে পারে, তবে মাতৃদুগ্ধ স্বাদের আইসক্রিমের দোষ কোথায়?’’ এই আইসক্রিম কিনতে চাইলে এখনই দৌড়ে দোকানে যাওয়ার দরকার নেই! সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাজারে আনতে নয় মাস সময় লাগবে। এখন দেখার বিষয়, ফ্রিডা সত্যিই এই অভিনব আইসক্রিম বাজারে আনতে পারে কিনা, আর ক্রেতারা কতটা আগ্রহ দেখান। তবে একথা বলতেই হয়— আইসক্রিম ইন্ডাস্ট্রিতে (Ice-Cream Industry) এমন মজার চমক খুব কমই এসেছে!