Donald Trump : নিয়ম নেই, তবু ট্রাম্প জানেন কীভাবে তৃতীয়বার রাষ্ট্রপতি হবেন আমেরিকার

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কোনও ব্যক্তি চাইলেও দুই দফার বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি (US President) হতে পারেন না। তেমনটাই সেদেশের সাংবিধানিক বিধি। তবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রবিবার জানিয়ে দিলেন তিনি তৃতীয়বার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতেই পারেন। রাষ্ট্রপতির এই মন্তব্যকে তাঁর মনের বাসনা হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহলের একাংশ। কিন্তু কীভাবে নিয়ম পাল্টে তৃতীয়বারের মত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন ট্রাম্প?

আরও পড়ুনঃ Nepal : গণতন্ত্র বাঁচাতেই হবে! বিভেদ ভুলে এক হচ্ছে সব দল?

ফ্রাঙ্কলিন রুজভেল্ট (Franklin D Roosevelt) একমাত্র ব্যতিক্রম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II) চলাকালীন তিনি চার দফায় মার্কিন রাষ্ট্রপতি হয়েছিলেন। তবে এরপরই বদল আসে নিয়মে। ১৯৫১ সালে মার্কিন সংবিধান সংশোধন করে এই নিয়ম চালু করা হয় যে কোনও ব্যক্তি দুইবারের বেশি আমেরিকার রাষ্ট্রপতি থাকতে পারবেন না। দেশে যাতে কখনও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নিয়ম চালু হয়। আর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এখন দ্বিতীয় দফা চলছে। সুতরাং মার্কিন সংবিধান অনুসারে, এরপর আর রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে নামতে পারবেন না তিনি।

Donald Trump

তবে ট্রাম্পের বক্তব্য, তিনি তৃতীয়বারের জন্যও রাষ্ট্রপতি হতে পারেন। সেটা কীভাবে সম্ভব তা রবিবার মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে একটি সাক্ষাৎকারে সঞ্চালিকা একটি তুলে ধরেন। সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি দুই দফার বেশি আমেরিকার রাষ্ট্রপতি হতে না পারলেও ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপ রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। উক্ত সঞ্চালিকা এই উপায়টির কথা তুলে ধরে বলেন ট্রাম্প উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই উপায়ের কথা শুনে ট্রাম্প (Donald Trump) স্বীকার করে নেন যে এটি একটি ভাল উপায়। তবে এর পাশাপাশি এও বলেন, “আরও উপায় আছে।” এরপর থেকেই শুরু হয়েছে নয়া জল্পনা। যদিও কী উপায়ে ট্রাম্প তৃতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন সে বিষয়ে খোলসা করেননি তিনি। অন্যদিকে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা না হলেও এর পরেরবার ট্রাম্প উপরাষ্ট্রপতির পদে দাঁড়াতে পারবেন কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে পারে। আদালতের ছাড়পত্র পেলে বর্তমান উপরাষ্ট্রপতি ডেডি ভান্স (JD Vance) হতে পারেন রাষ্ট্রপতি আর ডোনাল্ড ট্রাম্প হয়ে যেতে পারেন উপরাষ্ট্রপতি। যাকে বলে অদল বদল।