নিউজ পোল ব্যুরো: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Fire Cracker Factory Blast)। তাতেই মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। মৃত ৭ জনের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেরি এলাকায় বাজি কারখানায় রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাসন্তী পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল। সেই সময়েই রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দ পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শুরুতে আগুন নেভাতে শুরু করেন। সূত্রের খবর আগুন লাগার পরেই ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরণ হয়। এতেই আগুন দাউ দাউ করে বাড়ি গ্রাস করে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার সময়ে বাড়ির মধ্যে শিশুরা ঘুমাচ্ছিলেন। ছিলেন বাড়ির মহিলারাও। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে বাড়ির মধ্যে থেকে কেউ বের হয়ে আসতে পারেননি। বিস্ফোরণে বাড়ির কর্তা-সহ ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ Suvendu on Mamata: ”এটাই আপনার জন্য বুমেরাং হবে” শুভেন্দুর নিশানায় মমতা
খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার (Fire Cracker Factory Blast) খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রে খবর অবৈধভাবে একসঙ্গে বিপুল পরিমাণ বাজি তৈরি করা হচ্ছিল। ঘটনা নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, “বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ৭ জনের মৃত্যু হয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু জন থাকার সম্ভাবনা রয়েছে।” ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/