নিউজ পোল ব্যুরো: প্রতিটি বিস্ফোরণের পর প্রশ্ন উঠতে থাকে, তা কি শুধুমাত্র বাজি ছিল, নাকি অন্য কিছু ছিল? মঙ্গলবার (Tuesday) সকালে নিউটাউন ইকোপার্কে (Newtown Ecopark) প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন: Suvendu on Mamata: ”এটাই আপনার জন্য বুমেরাং হবে” শুভেন্দুর নিশানায় মমতা
পাথরপ্রতিমার (Pathorpratima) বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘ গত বছর নৈহাটিতেও (Naihati) এক বিস্ফোরণ ঘটেছিল। যার ফলে গঙ্গার ওপারে হুগলির কিছু বাড়ির (Hooghly) কাচ ভেঙে গিয়েছিল। আমি নিজে বর্ধমান এবং পিংলাতে গিয়েছি। কিন্তু, প্রশ্ন তোলার পরেও আজ পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, কতজন শাস্তি পেয়েছে, তা কেউ জানে না।’’ তিনি এও বলেন, ‘‘এটি সরকারের ব্যর্থতা, কারণ এমন ঘটনাগুলি সাধারণত ঘটলেও সরকার কখনোই সঠিক পদক্ষেপ নেয়নি। আমি এই ঘটনাগুলোর জন্য কেন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি? কারণ, সরকারের উদ্দেশ্য জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা যাতে ভোটের আগে তাদের প্রভাবিত করা যায়।’’
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘পাথরপ্রতিমার বিস্ফোরণের সাথে জড়িত ব্যক্তি বাইক নিয়ে বর্ডার পার হওয়ার চেষ্টা করছিল। এমনকি বাংলাদেশেও (Bangladesh) নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটি এক ধরনের পরিকল্পিত অন্তর্ঘাত।’’ তিনি আরও জানান, ‘‘পাথরপ্রতিমার মতো প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের বিস্ফোরক কারখানা কেন এবং কী উদ্দেশ্যে গড়ে উঠছে, এই প্রশ্নও উঠছে।’’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বিজেপির (BJP) পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ‘‘সরকার এনআইএ (NIA) তদন্তে বাধা দিচ্ছে। আমরা বারবার বলেছি, এনআইএ (NIA) এর হস্তক্ষেপ প্রয়োজন। কেননা, রাজ্য সরকার এসব ঘটনা নিয়ে নীরব এবং সরকার চায় এই ধরনের ঘটনা ঘটুক যাতে রাজনৈতিকভাবে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হয়।’’
রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় দিলীপ ঘোষ বলেন, ‘‘কলকাতায় রাম নবমীর (Ram Navami) পোস্টার বাড়ছে কিন্তু এই আয়োজনের প্রতি রাজ্য সরকারের মনোভাব কিছুটা দ্বিচারিতার মতো। যখন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় তখন সবাই একসঙ্গে অংশ নিতে পারে, কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় উৎসব রাম নবমীতে অংশগ্রহণের পরিবেশ তৈরির চেষ্টা কেন হচ্ছে না?’’ তিনি বলেন, ‘‘সরকার, যদি সত্যিই শান্তির পক্ষে থাকে তবে কেন রাম নবমী উপলক্ষে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে?’’
বিজেপি নেতা বলেন, ‘‘উত্তরবঙ্গের উন্নয়ন অত্যন্ত জরুরি। সরকার সেখানে উন্নয়ন না করে শুধু রাজনৈতিক সুবিধা নিতে চায়। একদিকে বিজেপি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন কাজের জন্য উত্তরবঙ্গে সড়ক, ট্রেন, মেডিকেল কলেজের মতো পদক্ষেপ নিয়েছে, কিন্তু অন্যদিকে রাজ্য সরকার তা করতে একেবারেই আগ্রহী নয়।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া বার্তার প্রতি একযোগে প্রশ্ন তুলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি যে ধরনের ভাষণ দিচ্ছেন তা সম্প্রীতির বার্তা নয় এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর থেকেই বিজেপি শক্তিশালী হয়েছে আর এখন সেই বিজেপির বিরুদ্ধে উনি একের পর এক রাজনীতি করছেন।’’
তিনি অবশেষে দাবি করেন, ‘‘একমাত্র বিজেপি (BJP) সমাজের উন্নতির জন্য কাজ করছে। তৃণমূল (TMC) শুধু মুসলিম ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করছে, কিন্তু প্রকৃত উন্নয়ন ঘটাচ্ছে না।’’