নিউজ পোল ব্যুরো: সোমবার সন্ধ্যায় ১৫ বছর বয়সী এক কিশোরের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল দুই বছরের এক শিশু। ঘটনাটি নতুন দিল্লির (Delhi News) নবী করিম (Nabi Karim) এলাকায় ঘটনা ।
সোমবার সন্ধ্যায় রাম নগর, পাহাড়গঞ্জ (Paharganj) এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সূত্রের খবর নবী করিম থানায় (Nabi Karim Police Station) খবর আসে যে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে দুই বছরের এক শিশু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার সময় শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ http://PM Modi’s private secretary: প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব হলেন এই IFS অফিসার
পুলিশের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটি (car accident) ছিল পঙ্কজ আগরওয়াল নামের এক ব্যবসায়ীর। তবে গাড়ি চালাচ্ছিলেন তাঁর ১৫ বছর বয়সী ছেলে (minor driving)। কিশোরটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 0.দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, কীভাবে একজন নাবালক (underage driver) গাড়ি চালানোর অনুমতি পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতে আইনি নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের গাড়ি চালানো বেআইনি। তাই এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর তদন্ত আরও জোরদার করা হয়েছে।
এই ঘটনায় নবী করিম থানার (Delhi News) পুলিশ একটি মামলা (FIR) দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকের বিরুদ্ধে (owner liability) আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে, কারণ তিনি তাঁর নাবালক ছেলেকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশের কাছে কিশোর চালকদের (underage driving issue) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজ পোল বাংলার ইউটিউব চ্যানেলের লিংক:https://youtu.be/f5R1vETafD8?si=i0PAo_3vxka-PTXy