Saltlake Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে অসুস্থ দমকল কর্মী

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের (Saltlake Fire) মনিপাল হাসপাতালের (Manipal Hospital) পাশে কেবি ২৫ (KB 25) বিল্ডিংয়ে ভয়াবহ আগুন (fire)। মঙ্গলবার সকালে ওই ভবনের বেসমেন্ট (basement) থেকে হঠাৎই কালো ধোঁয়া (black smoke) বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাসপাতাল সংলগ্ন এলাকা হওয়ায় চিন্তার মাত্রা আরও বাড়ে। দ্রুত খবর পৌঁছয় দমকল (fire brigade) বিভাগের কাছে। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন (fire engines)। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। সূত্রের খবর, ওই ভবনের বেসমেন্টে কেউ ছিলেন না, ফলে হতাহতের (casualty) কোনো খবর এখনও পর্যন্ত নেই। তবে বেসমেন্টের ভিতর থেকে বেরোনো ঝাঁঝাল ধোঁয়ার কারণে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

আরও পড়ুন:- Magrahat Station: মগরাহাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

দমকল বিভাগের (fire brigade) তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে (Saltlake fire)পৌঁছানোর পর দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, বিশেষভাবে উল্লেখযোগ্য যে, হাসপাতালের রোগীদের থাকার অংশ (hospital ward) বা হাসপাতালের অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে আগুন ছড়ায়নি, যা বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচিয়ে দিয়েছে। দমকলের সূত্রে খবর, যখন প্রথম আগুন লাগার খবর আসে, তখন ওই বেসমেন্ট চত্বর ফাঁকাই ছিল। ফলে হতাহতের (casualties) কোনো খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা বিষয়টির তদন্ত শুরু করেছে, তবে এখনও আগুন লাগার সঠিক কারণ (cause of fire) জানা যায়নি। দমকল কর্মীরা ওই বেসমেন্টে থাকা ঝাঁঝাল ধোঁয়া (toxic smoke) নেভানোর চেষ্টা করার সময়, এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা চলছে এবং তিনি এখন ভালো আছেন বলে সূত্রের খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন যে, আগুনের সূত্রপাত (Saltlake Fire) কীভাবে হয়েছে, তা নিয়ে নানা অনুমান চলছে। হাসপাতাল ও আশেপাশের এলাকার মানুষজন ঘটনাস্থলে পৌঁছানোর পর আতঙ্ক ছড়ালেও, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। দমকলের কর্মীরা দ্রুত ও দক্ষতার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছেন এবং কোনো বড় ক্ষতি না হওয়ার জন্য তাদের প্রশংসা করা হচ্ছে। এই ঘটনায়, প্রশাসন এবং দমকল বিভাগের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা (building safety measures) সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।