নিউজ পোল ব্যুরো: ভারতীয় জাদুঘরে (Indian Museum) ফের বোমাতঙ্ক। ইমেল করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। সোমবার ইমেল করে হুমি দেওয়া হয়েছে বলেই খবর মিলেছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গোটা জাদুঘর ঘিরে ঘিরে ফেলে নিউমার্কেট থানা। সকাল থেকেই তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে।
কোনও দর্শককে ঢুকতে দেয়া হচ্ছে না বলেই জানানো হয়েছে। হুমকি দেওয়া ইমেল আসার পরেই জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করছে নিউমার্কেট থানা পুলিশ। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। চলছে তল্লাশি। বোমস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। যারা দর্শক রয়েছেন তাঁদের সকলকে সরিয়ে দিয়েছে পুলিশ। গোটা এলাকাই ঘিরে ফেলা হয়েছে। লালবাজার বোম স্কোয়াড, স্লিপার ডগ ঘটনাস্থলে হাজির।
আরও পড়ুনঃ Patharpratima Blast: বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮, রিপোর্ট তলব নবান্নের
এই ঘটনার আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসেও ভারতীয় জাদুঘরে (Indian Museum) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই সময়ে টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন জাদুঘর কর্তৃপক্ষে মেল করে। ওই মেলে উল্লেখ করা হয়েছিল যে বিস্ফোরক লুকোনো আছে জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায়। মেল পাওয়ার পরই জাদুঘর খালি করে দেওয়া হয়। ২০২৪ সালে ভারতের বিভিন্ন জায়গাতে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর গুলিতে। বার বার হুমকি দেওয়া হয়েছিল বিমানবন্দরে বোমা রাখা হয়েছে বলে। যার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যেও। যদিও সেই হুমকির বেশিরভাগ ভুয়ো প্রমাণিত হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT