Sunita Williams : মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে? রাকেশ শর্মার পর প্রশ্ন সুনীতাকেও

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাকেশ শর্মা (Rakesh Sharma) যখন মহাকাশে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী (Indira Gandhi) তাঁকে সবার প্রথমে দেশ সম্পর্কেই প্রশ্ন করেছিলেন। ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন, “মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?” এবারে একই প্রশ্নের সম্মুখীন ৯ মাস মহাকাশে কার্যত বন্দিদশা কাটিয়ে ফেরা নাসার (NASA) নভোচারী সুনীতা উইলিয়ামসও (Sunita Williams)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ Imran Khan : দুর্নীতির পাশাপাশি মানবদরদী ভাবমূর্তি, জেলে বসেই নোবেল পাবেন ইমরান?

আদতে মার্কিন নাগরিক হলেও ভারতের সঙ্গেও নাড়ির টান রয়েছে সুনীতা উইলিয়ামসের (Sunita Williams)। তাঁর বাবা ছিলেন ভারতীয়। আর সেই সূত্রে সুনীতা একজন ভারতীয় বংশোদ্ভুত। সুতরাং, ভারত নিয়ে প্রশ্ন তাঁর দিকে ধেয়ে আসবে, এটাই স্বাভাবিক। তবে সুনীতা এই প্রশ্নের যে উত্তর দিয়েছেন তা সকলের মন ছুঁয়ে যাচ্ছে।

Sunita Williams In India

ইন্দিরা গান্ধী যখন রাকেশ শর্মাকে জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে, এর উত্তরে রাকেশ শর্মা একটাই কথা বলেন। তিনি বলেন, “সারে জাঁহা সে আচ্ছা!” অনেকটা একইরকম উত্তর দিয়েছেন সুনীতাও। বলেন, মহাকাশ থেকে ভারতকে খুবই সুন্দর দেখতে লাগে। এরই সঙ্গে যোগ করেছেন, “আমাদের মহাকাশযান যখন হিমালয়ের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক অপার সৌন্দর্য্য দেখতে পেয়েছিলাম।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

তবে শুধু হিমালয়ের সৌন্দর্য্য নয়। সুনীতা (Sunita Williams) আলাদা করে উল্লেখ করেছেন মুম্বই এবং গুজরাটের কথাও। মহাকাশ থেকে রাতের মুম্বই এবং গুজরাটের নৈসর্গিক শোভা বর্ণনা করেছেন তিনি। বলেন, “এই শহরগুলির আলোকমালার সৌন্দর্য অপরূপ। এই আলো বড় শহর থেকে ছোট শহর সর্বত্র ছড়িয়ে থাকে। এটি ভারতীয় সভ্যতা আর আধুনিকতার এক দুর্দান্ত মিশেল তুলে ধরে।” এছাড়া ভারতকে এক অপূর্ব দেশ সম্বোধন করে নাসার নভোচারী জানান, তিনি অবশ্যই নিজের বাবার জন্মভূমিতে আসবেন। সেইসঙ্গে তিনি এও আশা করেন যে খুব শিগগিরই কোনও ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন।