Jharkhand Train Collision: অবসরের আগেই প্রাণ হারালেন ইঞ্জিন চালক!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় মঙ্গলবার ভোররাতে ঘটে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ (Jharkhand Train Collision) শহরের বাসিন্দা। মৃত ব্যক্তির নাম গঙ্গেশ্বর মাল(৬৫)। পেশায় তিনি ট্রেন ইঞ্জিন চালক। আজ মঙ্গলবার ছিল তার চাকরি জীবনের শেষ দিন।

আরও পড়ুন:- Jharkhand Rail Accident: মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত মালগাড়ি! দুমড়ে মুচড়ে গেল ইঞ্জিন

মঙ্গলবার ভোররাতে সকাল সাড়ে ৩টের দিকে গোড্ডা জেলার লালমাটি (Lalmatia) এলাকা থেকে একটি কয়লা বোঝাই মালগাড়ি (Coal Loaded Goods Train) ফরাক্কা এনটিপিসি (Farakka NTPC) এর উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়, ঝাড়খণ্ডের বারহাইট (Barhait) এলাকায় দাঁড়িয়ে (Jharkhand Train Collision) থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের (Empty Goods Train Engine) সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় দুটি মালগাড়ি ও ইঞ্জিনের মধ্যে এক তীব্র ধাক্কা লাগে। একে প্রচন্ড গতির জেরে দুটো মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে দুটি ইঞ্জিনে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনায় খালি মালগাড়ির ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো (Ambuj Mahato) এবং গঙ্গেশ্বর মাল সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর, আরও পাঁচজন রেলকর্মী এবং এক সিআরপিএফ (CRPF) জওয়ান আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বারহাইট কমিউনিটি হেলথ সেন্টারে (Barhait Community Health Center) ভর্তি করা হয়েছে, এবং তাদের চিকিৎসা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, এই রেলপথটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর (NTPC Lalmatia MGR) রেলপথ নামে পরিচিত। এটি মূলত একটি মালগাড়ি চলাচলের রেলপথ (Goods Train Track), যা ভারতীয় রেলওয়ের অধীনে নেই। বরং, এটি সম্পূর্ণভাবে এনটিপিসি (National Thermal Power Corporation) কর্তৃক পরিচালিত একটি রেল নেটওয়ার্ক। এই রেলপথের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল, তবে এই দুর্ঘটনার পর তা আরও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।