নিউজ পোল ব্যুরো: মোথাবাড়ির (Mothabari) ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। মোথাবাড়িতে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে শাসক দলের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে বিজেপি। এবার সেখানে যেতে কলকাতা আদালতের (Calcutta high court) দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন শুভেন্দু অধিকারী। তিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
শুভেন্দু অধিকারী একজন বিধায়ক এবং নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়ার আবেদন জানান। অন্যদিকে, মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে, কাঁথিতে মিছিলের অনুমতি চেয়ে মামলা করে বিজেপি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা বলেই সূত্রের খবর। শুভেন্দু এদিন আদালতে জানিয়েছেন, মোথাবাড়িতে তিনি কোনও মিছিল করবেন না। তাই সেখানে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই উল্লেখ করেন। এর আগে গত শুক্রবার কলকাতা হাইকোর্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেনডেন্টকে ৩ এপ্রিলের মধ্যে হিংসার বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ TMC: তৃণমূল পঞ্চায়েত মহিলা প্রধানকে শ্লীলতাহানি! অভিযুক্ত TMC
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মালদার মোথাবাড়িতে (Mothabari) সাম্প্রদায়িক অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৬১ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার । তবে সুকান্ত ঢোকার চেষ্টা করলে মোথাবাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগে তাঁকে আটকে দেয় পুলিশ। হুঙ্কারের সুরে তিনি বলেছিলেন, “জেলে যেতে হলে জেলে যাবেন। আমার যুব মোর্চার ভাইদের কাছে অনুরোধ করে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এলে তাঁকে জয় শ্রী রাম স্লোগান স্বাগত জানাবেন। উনি পশ্চিমবঙ্গের যেখানে যাবেন সেখানে আমরা জয় শ্রীরাম বলব।” পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “পুলিশকে বলছি আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন।” রামনবমীর প্রসঙ্গ টেনে বলেছিলেন, “উত্তর প্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রাম নবমীর মিছিল হয় তখন মুসলিমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, সরবত খাওয়ায়। অপেক্ষা করুন ছাব্বিশ অবধি। সেই রাম দৃশ্য আপনারাও দেখতে পাবেন। আপনারা রাম নবমীর মিছিল করবেন, আর মুসলিম ভাইয়েরা পাশে দাঁড়িয়ে সরবত খাওয়াবেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT