Gujarat Explosion: গুজরাটে বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ!

দেশ

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা এলাকায় বাজি কারখানার বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এর মাঝেই গুজরাটের বানসকাঁথা জেলার দিসা এলাকায় মঙ্গলবার সকালে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Gujarat Explosion) ঘটে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন ছয় জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দিসা সাব ডিভিশন (Disa sub-division) এলাকার একটি বাজি কারখানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (fire brigade)। একাধিক অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পাঠানো হয়েছে আহতদের উদ্ধার এবং চিকিৎসার জন্য।

আরও পড়ুন:- Gas Leak: ফিরল ভোপালের স্মৃতি, গ্যাস লিক করে মৃত কারখানার মালিক, আশঙ্কাজনক ৪০

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই কারখানায় (Gujarat Explosion) কর্মরত শ্রমিকদের মধ্যে কতজন ছিল, সে ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে। সূত্রের খবর, বাজি তৈরির জন্য বিপুল পরিমাণ মশলা এবং রাসায়নিক ওই বাজি কারখানায় মজুত করা হয়েছিল। এই রাসায়নিক ও মশলার কারণে আগুন লেগে একের পর এক বিস্ফোরণ ঘটে। কারখানার মালিক ছিলেন খুবচাঁদ সিন্ধি (owner, Vuchand Sindhi)। তিনি বাজি তৈরির জন্য প্রচুর পরিমাণে মশলা ও রাসায়নিক মজুত করেছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই বিপুল পরিমাণে রাসায়নিক এবং মশলা মজুত রেখেছিলেন, যা বিস্ফোরণের কারণ হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ধরনের বাজি (Gujarat Explosion) কারখানার দুর্ঘটনা গুজরাটে নতুন নয়। এর আগেও বেশ কয়েকটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, যার ফলে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রশাসন ও পুলিশ এই ধরনের বিপজ্জনক বাজি কারখানা পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে কঠোর তদন্ত শুরু করেছে। এদিকে, দিসার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (sub-divisional magistrate) নেহা পাঞ্চাল জানিয়েছেন, উদ্ধারকাজ তীব্র গতিতে চলছে এবং আহতদের চিকিৎসা দ্রুত প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে।