নিউজ পোল ব্যুরো: ফের কলকাতায় (Kolkata) দেহ উদ্ধার। এবার বাগুইআটির (Baguati) দেশবন্ধু নগরে একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে এক বার ডান্সারের (Bar Dancer) দেহ (Body Recovered)। সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করেছে ওই বার ডান্সার। তার পরেই বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে যুবতীর দেহ। বার ডান্সারের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবতীর নাম মণীষা রায় (Manisha Roy) ওরফে প্রমিলা। বয়স ২২। পেশা বার ডান্সার। সূত্রের খবর, গতকাল রাতে যুবতীর পুরুষ বন্ধু উড়িষ্যার জগতসিংপুর বাসিন্দা অন্তর্যামী সোয়েন জন্মদিনের পার্টি চলছিল মনীষার ফ্ল্যাটে। শুধুমাত্র ওই দুজনই উপস্থিত ছিল ওই পার্টিতে। এরপরেই মঙ্গলবার সকালে খাটের ওপর থেকে দেহ যুবতীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে, শ্বাস রোধ করে খুন? নাকি আত্মহত্যা সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তে নেমে যুবতীর পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
আরও পড়ুনঃ TMC: তৃণমূল পঞ্চায়েত মহিলা প্রধানকে শ্লীলতাহানি! অভিযুক্ত TMC
এদিন আবাসনের তিনতলার ফ্ল্যাটের কলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। সূত্রের খবর পার্টি চলাকালীন ফোনে কারও সঙ্গে বচসা হয়েছিল কিনা, খুন নাকি আত্মহত্যা সবটাই খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT