নিউজ পোল ব্যুরো: একসময় বাংলার ঘরে ঘরে চরকা দেখা যেতো। আর হাত দিয়ে চরকা ঘুরিয়ে সূক্ষ্ম সুতোর কারুকাজে অসাধারণ বস্ত্র তৈরি করতেন তাঁতরা। যা দেশ-বিদেশে জনপ্রিয় ছিল। চরকায় তৈরি তাঁতের (Handloom) বস্ত্র তৈরির ঐতিহ্য আজও কিছু কিছু গ্রামবাংলায় (Assam) জীবিত। যদিও আধুনিক যন্ত্রের মাধ্যমে তাঁতের বস্ত্র (Powerloom) -এর ব্যাপক প্রচলনের কারণে চরকা আজ বিলুপ্তির পথে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে হাতে চরকা চালানো তাঁতের ব্যবহার কমে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁতিরা আধুনিক যন্ত্রের দিকে ঝুঁকেছেন।
প্রধানত , আধুনিক যন্ত্রের দ্বারা দ্রুত তাঁতের বস্ত্র উৎপাদনে সক্ষম তাঁতিরা। কারণ আধুনিক যন্ত্র কম খরচে বেশি কাপড় উৎপাদন করতে পারে, ফলে বাজার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে আজও আমাদের দেশের বিভিন্ন জেলার কিছু অংশে এখনও কিছু পরিবার তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছেন। বাপ ঠাকুরদার পেশা আঁকড়ে জীবিকা নির্বাহ করছেন।

উল্লেখ্য, অসমের (Assam) ঐতিহ্যবাহী গামছার (Gamosa) চাহিদা বেড়েই চলেছে। আর তারই সঙ্গে ব্যস্ততা বেড়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার (Cooch Behar) জেলার তাঁত (Handloom) শিল্পীদের। আধুনিক যন্ত্রের (Powerloom) ব্যবহার বাড়লেও এখনও জেলার বহু তাঁত শ্রমিক (Weavers) হাতে চরকা ঘুরিয়ে বোনা তাঁতের (Traditional Handloom) কাপড় তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। দিনহাটা (Dinhata), কোচবিহার সদর (Cooch Behar Sadar), নিশিগঞ্জ (Nishiganj) ও তুফানগঞ্জ (Tufanganj)-এর মতো অঞ্চলগুলিতে এখনও তাঁতশিল্প রয়ে গেছে।, যদিও তা সংকটের মুখে পড়ছে।বিশেষত চৈত্র (Chaitra) মাসের শেষ এবং বৈশাখ (Baisakh) মাসের শুরুতে এই চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই সময় কোচবিহারের তাঁত শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এই গামছা তৈরি করেন কারণ তাঁদের তৈরি এই হাতে বোনা (Handwoven Fabric) গামছার প্রতি অসমের মানুষের বিশেষ আকর্ষণ রয়েছে।
আরও পড়ুনঃhttp://Gibli Image:গিবলির-র পেছনের মূল পরিকল্পনাকারীকে জানুন
তবে বর্তমানে আধুনিক যন্ত্রের দাপটে হাতে বোনা তাঁতের ব্যবহার ক্রমশ কমছে। যন্ত্রচালিত তাঁতের মাধ্যমে অনেক দ্রুত এবং কম খরচে কাপড় উৎপাদন করা সম্ভব হচ্ছে। তবে হাতে তৈরি তাঁতের কাপড়ের সৌন্দর্য, নকশা (Design) ও গুণমান এখনও অনেক বেশি উন্নত। যন্ত্রের তুলনায় হাতে তৈরি কাপড় উৎপাদনে বেশি সময় লাগে এবং খরচও বেশি পড়ে, যার ফলে অনেক তাঁত শ্রমিক এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন।

অসমের (Assam) গামছার চাহিদা কোচবিহারের তাঁতশিল্পকে কিছুটা হলেও টিকিয়ে রেখেছে। কিন্তু আধুনিকতার যুগে এই শিল্প বাঁচিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ। যদি হাতে বোনা তাঁতের গুরুত্ব বজায় রাখতে হয়, তবে সরকারি উদ্যোগ, বাজার সম্প্রসারণ (Market Expansion) এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন। নাহলে কয়েক দশকের মধ্যে এই ঐতিহ্যবাহী তাঁতশিল্প কেবল স্মৃতির পাতায় রয়ে যাবে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz