Yogi Adityanath: মোদীর পর প্রধানমন্ত্রী হবেন? নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি আরএসএস-এর সদর দফতরে গিয়েছিলেন। তারপর থেকেই দেশের প্রধানমন্ত্রীর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেপথ্যে শিবসেনা (ইউটিবি) নেতা সঞ্জয় রাউতের মন্তব্য। মোদীর পর কে হবেন দেশের প্রধানমন্ত্রী? এই প্রশ্ন বহুদিনের। নরেন্দ্র মোদীর পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে একাধিক বার শোনা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাম। তাহলে কি সেটাই সত্যি হতে চলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরী মঙ্গলবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী। জানালেন যদি মুখ্যমন্ত্রী না থাকেন তখন ঠিক কি করবেন।

ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রতি জনসাধারণের মনোভাব সম্পর্কে প্রশ্নের জবাবে আদিত্যনাথ বলেছেন, যে তিনি রাজনীতিকে তাঁর পূর্ণকালীন চাকরি বলে মনে করেন না। যোগীর কথায়, “দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, দল আমাকে উত্তর প্রদেশের জনগণের জন্য এখানে রেখেছে এবং রাজনীতি আমার জন্য পূর্ণকালীন চাকরি নয়। বর্তমানে, আমরা এখানে কাজ করছি কিন্তু বাস্তবে, আমি একজন যোগী।” এর পরেই যোগী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, “যতদিন এখানে আছি কাজ করে যাব। তবে সেটারও একটা সময়সীমা আছে।” তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগীর মনোভাব অনেকাংশে মেলে না। এই নিয়ে বহুবার প্রকাশ্যেও বিরোধ সামনে এসেছে। এই নিয়ে প্রশ্নেরও জবাব দিয়েছেন যোগী আদিত্যনাথ। বলেছেন, “মতভেদের প্রশ্নটা আসছে কোথা থেকে। আমি যে আজ এখানে বসে আছি, সেটাও তো দলের সিদ্ধান্ত। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যদি আমার মতপার্থক্য থাকত, তাহলে কি এখানে বসে থাকতে পারতাম?”

আরও পড়ুনঃ TMC: তৃণমূল পঞ্চায়েত মহিলা প্রধানকে শ্লীলতাহানি! অভিযুক্ত TMC

ধর্ম ও রাজনীতি নিয়ে দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করতে গিয়ে এদিন যোগী (Yogi Adityanath) বলেন, “আমরা ধর্মকে একটি সীমিত স্থানে সীমাবদ্ধ রাখি এবং রাজনীতিকে মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখি, এবং সেখানেই সমস্যা দেখা দেয়। রাজনীতি যদি স্বার্থ দ্বারা পরিচালিত হয়, তবে এটি সমস্যা তৈরি করবে। কিন্তু যদি এটি বৃহত্তর কল্যাণের জন্য হয়, তাহলে এটি সমাধান প্রদান করবে।’ পরিশেষে যোগী বলেন, “নাম নয়, বরং কাজই মনে রাখা উচিত। একজন ব্যক্তির পরিচয় তার কাজের মাধ্যমে হওয়া উচিত, নাম নয়।” পাশাপাশি এদিন বিজেপি ও RSS-এর মধ্যে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘শুরুতে আমরা (বিজেপি) সেভাবে সক্ষম ছিলাম না। তখন RSS-এর প্রয়োজন পড়ত। আজ আমরা অনেক বড় হয়েছি।আমরা এখন সক্ষম। তাই বিজেপি এখন নিজের মতো করেই চলে। আমরা, আমাদের কাজ নিজেরাই করতে পারি।’

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT