Ram Navami: নির্বাচনের আগে রাম নবমী! রাজ্যে বাড়ানো হল নিরাপত্তা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের নানা প্রান্তে প্রতিবছরই ধর্মীয় উৎসব রাম নবমী (Ram Navami) পালন করা হয়, যার অন্যতম আকর্ষণ শোভাযাত্রা (Procession)। তবে এবছর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে কারণ সামনে রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। এই কারণে রাজ্য প্রশাসন ও পুলিশের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) এডিজি দক্ষিণবঙ্গ (ADG South Bengal) এরইমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই পুলিশ এবার অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। রাম নবমীর দিন যাতে কোনও রকম হিংসাত্মক ঘটনা (Violence) না ঘটে, সে জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ ভার্মা (Manoj Verma) এরইমধ্যেই শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে গার্ডেনরিচ (Garden Reach) ও সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিভিন্ন পুলিশ আধিকারিকরাও পরিস্থিতির উপর নজর রাখছেন।

আরও পড়ুন: Apple Health Feature: অ্যাপল হেলথ অ্যাপের নতুন আপডেট

নিরাপত্তার রক্ষার জন্য ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল (Leave Cancelled) করা হয়েছে। শুধুমাত্র বিশেষ প্রয়োজন হলে ছুটি মঞ্জুর করা হবে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, কেউ যদি অস্ত্র (Weapon) নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়, তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত কয়েক বছর ধরে রাম নবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জনগণের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে যে, কেউ যেন প্ররোচনার ফাঁদে পা না দেন।

সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বিশেষ নজরদারি চালানো হবে, যাতে কোনও ধরনের উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়তে না পারে। পাশাপাশি, বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স (Additional Police Force) মোতায়েন (Ram Navami) করা হয়েছে। চলবে কড়া নজরদারি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT