Kunal: কুণালকে তলব মুম্বই পুলিশের

দেশ

নিউজ পোল ব্যুরো: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে রসিকতার ঘটনায় বেজায় চাপে কৌতুকশিল্পী কুণাল (Kunal) কামরা । গত সোমবার মুম্বই পুলিশের একটি দল কুণালের (Kunal) বাড়িতে হানা দিয়েছিল। এর আগেও দুবার দু’বার মুম্বই পুলিশ (Mumbai Police) সমন জারি করেছিল। সোমবার কুণালের বাড়িতে পুলিশি হানার পর ফের একবার তাঁকে তলব করা হল। এই নিয়ে তিনবার ডাক পেলেন কৌতুকশিল্পী

জিজ্ঞাসাবাদের জন্য দুইবার তলব করার পর হাজিরা না দেওয়ার পর কৌতুকশিল্পী কুণাল কামরাকে তৃতীয়বারের মতো সমন জারি করেছে মুম্বাই পুলিশ। পুলিশ তাঁকে ৫ এপ্রিল হাজির হতে বলেছে। কৌতুকশিল্পী কুণাল কামরাকে নিয়ে বিতর্ক থামছেই না। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো। তিনি মাদ্রাজ হাইকোর্ট থেকে ৭ এপ্রিল পর্যন্ত আগাম জামিন পেয়েছেন। কুণাল তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা। তাঁকে তৃতীয়বার সমন জারির পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অবিলম্বে সশরীরে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুণাল কামরা পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু বর্তমানে তিনি মুম্বইতে নেই। তিনি পুলিশকেও এটাও বলেছিলেন যে তিনি তাঁর মন্তব্যের জন্য ‘ক্ষমা চাইবেন না’।

আরও পড়ুনঃ Waqf Bill: “সংসদকে ওয়াকফ হিসেবে দাবি করা হচ্ছিল”, বিস্ফোরক কিরেণ রিজিজু

উল্লেখ্য, কৌতুকানুষ্ঠানের আসরে নাম না করে পরোক্ষে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে তিনি (Kunal Kamra) কটাক্ষ করেছিলেন। তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে। শুধু একনাথকে নয় কুণাল ওই অনুষ্ঠানে কেন্দ্রের বিজেপি সরকারকে ‘তানাশাহি’ (একনায়কতন্ত্র) বলেও কটাক্ষ করেন। তারপর শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে ২৪শে মার্চ এফআইআর দায়ের করার পর মুম্বই পুলিশ (Mumbai Police) কুণাল কামরাকে দুটি সমন পাঠিয়েছিল। খার থানায় কৌতুকাভিনেতার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, জলগাঁও শহরের মেয়র একটি অভিযোগ দায়ের করেছেন, অন্য দুটি অভিযোগ দায়ের করেছেন একজন হোটেল মালিক এবং নাসিকের একজন ব্যবসায়ী। ২৩শে মার্চ প্রকাশিত একটি ভিডিওতে, কুণাল কামরা ১৯৯৭ সালের ‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি গানের প্যারোডি সংস্করণ ব্যবহার করে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করেন। তার পরেই শিবসেনা কর্মীরা অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায়। কয়েকদিন পর, বিএমসি হ্যাবিট্যাট স্টুডিওর কিছু অংশ ভেঙে ফেলা শুরু করে। পরে, একটি বিস্তারিত বিবৃতিতে, কামরা জোর দিয়ে বলেছেন যে নেতাদের নিয়ে মজা করা আইনবিরোধী নয়। তার বিবৃতির একটি অংশে লেখা হয়েছে, “একজন শক্তিশালী জনসাধারণের ক্ষতি করে রসিকতা গ্রহণ করতে আপনার অক্ষমতা আমার অধিকারের প্রকৃতি পরিবর্তন করে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U