নিউজ পোল ব্যুরো: জুলাইয়ে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina Government) পতনের পর জন্ম হয়েছে নতুন বাংলাদেশের (New Bangladesh)। বারবার এমনটাই দাবি করা হচ্ছে পদ্মাপারে। আর এই নতুন বাংলাদেশে দেশের শত্রু আওয়ামী লিগের (Awami League) কোনও ক্ষমা নেই। উঠছে এমন স্লোগানও। পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে ভারতকেও। আর এবারে ভারতের বিরুদ্ধে দেশের শত্রুদের ক্রমাগত আশ্রয় দেওয়ার অভিযোগ উড়ে এল সীমান্তের ওপার থেকে।
আরও পড়ুনঃ Earthquake: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা হতে পারে ৯!
গত জুলাইয়ে বাংলাদেশে (Bangladesh) যখন গণ অভ্যুত্থান হয়, সেই সময় দেশ থেকে পালিয়ে এসে ভারতেই আশ্রয় নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এদিকে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ মাহফুজ আলমের অভিযোগ, শুধু হাসিনাই নন। বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লিগের প্রায় লক্ষাধিক কর্মী-সমর্থক।
মঙ্গলবার রাজধানী ঢাকার (Dhaka) তেজগাঁওয়ে একটি মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত ঈদের (Eid 2025) অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন মাহফুজ। তিনি তীব্র আক্রমণের সুরে বলেন, “আওয়ামী লিগ বাংলাদেশের শত্রু। এছাড়া আর তাদের কোনও পরিচয় নেই। কিন্তু দুর্ভাগ্যবশতঃ ভারত এখনও শেখ হাসিনা আর তাঁর সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিয়ে চলেছে।” আওয়ামী লিগকে একটি রাজনৈতিক দল মানতে নারাজ মাহফুজ। বরং দলটিকে একটি মাফিয়া গোষ্ঠী বলে উল্লেখ করেছেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
পূর্বদিকের পড়শীদের (Bangladesh) ভারত-বিদ্বেষ নতুন নয়। গত জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বারবার বিভিন্ন ইস্যুতে নিশানায় রাখা হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi Government)। মহম্মদ মাহফুজ এও দাবি করেন যে কেউ রাজনৈতিকভাবে হাসিনা সরকারের (Sheikh Hasina Government) বিরোধিতা করলে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হত কিংবা গুম করে দেওয়া হত। মাহফুজের দাবি, অনেককে গুম করে ভারতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আসলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। ‘আয়নাঘরে’র মত গোটা বাংলাদেশজুড়েই অসংখ্য গুমঘর ছিল।” অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দাবি, শেখ হাসিনার আমলে গুমখুন হয়ে যাওয়া মানুষের সংখ্যা অন্ততঃ কয়েক হাজার।